Stay Connected

Blog News

Instagram

Showing posts with label ধেয়ে আসছে শক্তি সাইক্লোন "ডোরিয়ান". Show all posts
Showing posts with label ধেয়ে আসছে শক্তি সাইক্লোন "ডোরিয়ান". Show all posts

2019/08/30

August 30, 2019

আবারো "ঘূর্ণিঝড়",ধেয়ে আসছে শক্তি সাইক্লোন "ডোরিয়ান"

সাইক্লোন ডোরিয়ান
সাইক্লোন ডোরিয়ান ধেয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ার দিকে। ইতিমধ্যে দেশটিতে শক্তিশালী এ সাইক্লোনটিকে ক্যাটাগরি-৩ এর মর্যাদা দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে সকলকে।
ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়ে বলেছে, ডোরিয়ান তার শক্তি বাড়িয়েই চলেছে। শুক্রবার নাগাদ এটি শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৩ এর পর্যায়ে চলে যাবে।
রবিবারে ১২৫ মাইল বেগে ফ্লোরিডা ও জর্জিয়ার উপকূলে আঘাত হানবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর কেন গ্রাহামের বরাত দিয়ে বলা হয়েছে সাইক্লোনটি ইতিমধ্যে বুধবারে ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্তো রিকোতে আঘাত হেনেছে।
bangla news update