Stay Connected

Blog News

Instagram

Showing posts with label bd news. Show all posts
Showing posts with label bd news. Show all posts

2019/09/05

September 05, 2019

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না

২০২১ সাল থেকে নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। ক্লাস পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন এ কথা জানান।
আগামী বছর থেকে প্রথম পর্যায়ে দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের যাতে বইয়ের বোঝা না থাকে সেটি স্থানীয়ভাবে প্রশাসন দেখবে। আমরা সেটি বাস্তবায়ন করব।
অভিভাবকরা শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে চায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীদের প্রাথমিক থেকে কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রাথমিকে ভালো শিক্ষার ব্যবস্থা করতে কাজ করছি। একদিন প্রাথমিক শিক্ষা সবচেয়ে ভালো মানের হবে।
bangla news update

2019/09/03

September 03, 2019

৫৫ বছর বয়সী নারীর হাতে জন্মনিরোধক তুলে দিয়ে বিপদে ডাক্তার

পেট ব্যথা নিয়ে ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব-ডিভিশনাল
হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন এক নারী।
তার অভিযোগ, ব্যবস্থাপত্রে চিকিৎসক লিখে দিয়েছেন কনডম।তবে অভিযুক্ত চিকিৎসক বলেছেন ভিন্ন কথা। তার দাবি, তাকে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে। ঘটনাটি ঘটে জুলাই মাসে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৫৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ঘরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঘাটশিলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. আসরফ বদর ওষুধের বদলে তাকে ব্যবস্থাপত্রে লিখে দেন কনডম। চিকিৎসকের এই পরামর্শের কথা বিস্তারিত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ভারতের পূর্ব সিংভূমের সিভিল সার্জন ড. মহেশ্বর প্রসাদ জানান, এই ঘটনার কথা রাজ্য স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে। তাকে (চিকিৎসক) জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
সিংভূম (পূর্ব) ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্ল জানান, অভিযুক্ত চিকিৎসক অভিযোগ অস্বীকার করলেও, তার বিরুদ্ধে হেনস্থার এমন অনেক অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি নাকি মৃতদেহের ময়নাতদন্ত ঠিক মতো করেন না। এমনকি রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সব কিছু খতিয়ে দেখেই ডাক্তারকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধ আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। তার দাবি, এমন কোনো ব্যবস্থাপত্র তিনি লিখেননি। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্তৃপক্ষ টাকা নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
bangla news update
September 03, 2019

'বিতর্কিত বক্তা' তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ

উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন।
গণমাধ্যমকে মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, তাহেরীর বিরুদ্ধে....read
September 03, 2019

লঞ্চ থেকে ফেলে দেওয়া মৃত ব্যক্তি কিভাবে জীবিত ফিরে আসলো

http://destyy.com/w39Wf2
‘রাত আটটায় লঞ্চ ছাড়ে। আবু সাঈদ রাত সাড়ে ১২টায় ঘুম থেকে জেগে ওঠে। বলে, প্রস্রাব করতে যাবে। সাইফুল আর আমি তাকে নিয়ে আসি নিচতলায়। এরপর ওকে লঞ্চের পেছনে নিয়ে যাই। এমতাবস্থায় আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে....continue

2019/09/02

September 02, 2019

মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা চেয়ে না পাওয়ায় মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে সোহানুর রহমান খোকন (২৯)। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মাদকাসক্ত ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। 
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার আবদুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সোহানুর রহমান খোকন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে মা-বাবার কাছ থেকে প্রতিদিন মাদক কেনার জন্য টাকা নেয়। এরই ধারাবাহিকতায় রোববার মা-বাবার কাছে মাদক দ্রব্য কেনার টাকা দাবি করে সোহানুর। কিন্ত মা-বাবা টাকা দিতে অস্বীকার করে। এতে মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তাদের মারপিট করতে শুরু করে। এ সময় ছেলের ভয়ে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তখন মা খুকি বেগমকে (৬৫) ধরে নিয়ে ঘরের ভেতর খাটের সঙ্গে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সোহানুর। আগুনে খুকি বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়। এ সময় খুকি বেগমের চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে সোহানুরকে আটক করে গণধোলাই দেয় এবং তার মাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মাদক দ্রব্য কেনার টাকা না পেয়ে খুকি বেগমের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তার ছেলে সোহানুর। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ খুকি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মারধরে আহত সোহানুর রহমানকে আটক করে চিকিৎসার পর থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
bangla news update

2019/09/01

September 01, 2019

চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধীরা

চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধীরা। একের পর এক খুন, মাদক চোরাচালান, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ছে তারা। কিশোর অপরাধের সর্বশেষ বলি কলেজছাত্র জাকির হোসেন জনি (১৮)।

এ ছাড়া গত ৮ মাসে চট্টগ্রামে কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছেন আরো ৬ জন। গত দেড় বছরে কিশোর অপরাধের কারণে নগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে কমপক্ষে ২৫টি।

সিএমপির তথ্য মতে, পারিবারিক অনুশাসনের অভাবে খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি, ফেসবুক-মোবাইল, প্রেম, চুরি-ছিনতাইসহ নানা ইস্যুতে সামান্য মতানৈক্য হলেই এদের মাথায় খুন চাপে।

আবার মাদক বিক্রেতা থেকে শুরু করে রাজনীতীবিদ পর্যন্ত অনেকেই নিজেদের স্বার্থে কিশোরদের অপরাধ জগতে টানছে। ফলে এই কিশোররা পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

যারা শুধু পাড়া-পড়শি নয়, নিজের পরিবারের জন্যও মারাত্মক বিপজ্জনক হয়ে উঠছে।

সূত্র মতে, ২০১৮ সালের ১৬ই জানুয়ারি চট্টগ্রাম নগরীর জামালখানে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসপারকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনার পর নগর দাপিয়ে বেড়ানো কিশোর অপরাধীদের নিয়ে নড়েচড়ে বসেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ সময় পাড়ায়-পাড়ায় সক্রিয় কিশোর গ্যাংয়ের তালিকাও করা হয়েছিল। কিশোরদের আড্ডায় নিয়মিত হানা দিয়েছিল পুলিশ। এতে সড়কের জনবহুল আস্তানা থেকে কিশোররা গা ঢাকা দেয় অলিগলির মোড়ে। কিন্তু এরপর কিশোর অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কার্যক্রম কার্যত থেমে গেছে।
ফলে চট্টগ্রাম নগরীর পাড়ায়-পাড়ায় আবারো মাথাচাড়া দিয়ে উঠছে কিশোর অপরাধ। কিশোররা গ্যাং গঠন করে মাদক ব্যবসাসহ নানা অপরাধে যুক্ত হচ্ছে। এমনকি নগরীর সরকারি-বেসরকারি স্কুল কলেজগুলোতেও সক্রিয় রয়েছে এই কিশোর গ্যাং।

পুলিশের তথ্যমতে, নগরীতে অন্তত ৩শ’ কিশোর গ্যাং চিহ্নিত হয়েছে। যারা আবারো সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় চট্টগ্রাম নগরীতে কিশোর অপরাধীদের সন্ধানে নেমেছে র‌্যাব। পাশাপাশি কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে পুলিশও।

কিশোর অপরাধের সর্বশেষ বলি জাকির হোসেন জনি (১৮)। ২৬শে আগস্ট সোমবার দুপুরে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কে ওমরগণি এমইএস কলেজের ফটকের অদূরে ইক্যুইটি ভবনের সামনে ছুরিকাঘাতে খুন হয় জনি। এ খুনের নেপথ্যে বেসরকারি ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের তথ্য পেয়েছে পুলিশ।

এছাড়া গত ২২শে আগস্ট বড়ভাইয়ের ছত্রছায়ায় চুরি করা ৩ কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় এক বড় ভাইয়ের ছত্রছায়ায় চুরি করেন তারা। চুরির পর এসব মালামাল জমা দেয়া হয় ওই বড়ভাইকে। শুধু তারাই নয়, কৈশোর পার হওয়া একদল তরুণকে দিয়ে শহরজুড়ে এই চুরির কাজ করান কথিত বড়ভাই। নিয়মিত চুরি করার কথা স্বীকার করে ও চুরির কৌশল তুলে ধরে ২১শে আগস্ট বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক কিশোররা।
তারা জবানবন্দিতে বলে, বগারবিলের এক বড় ভাইয়ের আশ্রয়ে গত ৩-৪ বছর ধরে চুরি করে আসছে তারা। যা পাওয়া যেতো সব কিছুই বড়ভাইকে জমা দেয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়া হতো তাদের।
এর আগে ১৬ই আগস্ট বৃহসপতিবার গভীর রাতে নগরীর আগ্রাবাদ মৌলভীবাজার তিন রাস্তার মোড় থেকে মেয়ে ঘটিত বিষয় নিয়ে মারামারির অভিযোগে সোহাগ গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, এলাকায় তারা সোহাগ গ্রুপ নামে পরিচিত। তারা নগরের আওয়ামী লীগের এক শীর্ষপর্যায়ের নেতার অনুসারী হিসেবে এলাকায় নিজেদের প্রচার করে। তারা রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশে অংশ নেয় বলেও জানায় পুলিশ।

গত ১৮ই জুলাই গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় একটি কিশোর গ্যাংয়ের মধ্যে অন্তদ্বন্দ্বের জেরে খুন হয়েছে এক তরুণ। পুলিশ জানিয়েছে, এই কিশোর গ্যাং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। খুন হওয়া সদ্য কৈশোর পার করা তরুণসহ গ্যাংয়ের সব সদস্যই বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।
গত তিন মাসে এই ধরনের আরো বেশ কয়েকটি ঘটনার পর চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাং কালচার আবারো আলোচনায় আসছে।

পুলিশের সূত্র অনুযায়ী, ২০১৮ সালে আদনান ইসপার হত্যার পর নগর পুলিশ অপরাধচক্রে জড়িত কিশোর এবং অপরাধপ্রবণ এলাকার তালিকা করেছিল। তালিকায় প্রায় ৫৫০ জন কিশোরের নাম এসেছিল। অপরাধপ্রবণ স্পট, যেখানে নিয়মিত আড্ডা বসে, এই ধরনের স্পটের নাম এসেছিল প্রায় ৩শ’। সন্ধ্যার পর বিভিন্ন সপটে আড্ডারত কিশোর-তরুণ দেখলে আটকের কথাও ঘোষণা দেয়া হয়েছিল নগর পুলিশের পক্ষ থেকে।

এসব কিশোরদের রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য নগরীর লালখানবাজার, চকবাজার, নন্দনকানন, সিআরবি, বিশ্বকলোনি, বহদ্দারহাট, পলিটেকনিক এলাকার কয়েকজন আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতার নাম পেয়েছিল পুলিশ। কিশোর-তরুণ অপরাধীদের যারা নিয়ন্ত্রক, তাদের প্রভাব অনেক বেশি। এর ফলে কিশোরদের অপরাধ দমনের বিষয়টি দিন দিন বেড়েই চলছে।

পুলিশ সূত্রমতে, কোচিংভিত্তিক, রাজনৈতিক, স্কুল-কলেজভিত্তিক, চাকরিজীবী এই ধরনের অন্তত ১৫টি ক্যাটাগরির আড্ডার স্থান নির্ধারণ করা হয়েছিল। তালিকা তৈরির পর কয়েকমাস সপটগুলো নিয়মিত পুলিশের নজরদারিতে ছিল। কিন্তু এখন সেই আড্ডাস্থলগুলো আবারো সরব কিশোর-তরুণদের আনাগোনায়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন, কিশোর অপরাধী এবং অপরাধপ্রবণ স্পটগুলোর তালিকা আমাদের কাছে আছে। সেই তালিকা ধরে আমরা নিয়মিত অভিযান চালাই। বিশেষ করে সন্ধ্যার পর যেসব স্পটে কিশোর-তরুণরা নিয়মিত আড্ডা দেয়, সেই স্পটগুলো আমাদের নজরদারিতে আছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে আমরা কিশোর অপরাধী চক্রের তালিকা করতে শুরু করেছি। মূলত নগরীর যেসব স্পটে কিশোর-তরুণদের আনাগোনা বেশি থাকে এবং অপরাধ সংঘটিত হয়, সেসব স্পটকে আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করছি। নগরীর ১৬ থানা এবং জেলার ১৬ থানা এলাকা থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

bangla news update
September 01, 2019

শিশুর ভাঙ্গা পায়ের চিকিৎসার সাথে পুতুলের চিকিৎসা

খাট থেকে পড়ে মাত্র ১১ মাসের শিশু জিকরা মালিকের পা ভেঙেছে। কিন্তু ডাক্তার প্লাস্টার করলেন তার পুতুলের পায়ে! ঘটনাটি ঘটেছে দিল্লির লোক নায়েক হাসপাতালে।
ওই হাসপাতালের অর্থোপেডিক ব্লকের ১৬ নম্বর বেডে জিকরা মালিকের পা প্লাস্টার করে ট্রাকশনে ঝুলানো। আর পাশেই শুয়ে আছে তার খেলার বন্ধু পুতুল। তারও পা একইভাবে ঝুলানো!
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, একটু অভাবনীয় ব্যাপার হলেও এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন হাসপাতালের চিকিৎসক। জিকরা মালিক খাট থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। কিন্তু চিকিৎসার জন্য কিছুতেই রাজি করানো যাচ্ছিল না তাকে।
এদিকে তার আর্জি, বন্ধুর পা তার মতো করে বেঁধে না দিলে নাকি কিছুতেই চিকিৎসা নিবে না সে। তাই বাধ্য হয়েই ডাক্তাররা জিকরারের সঙ্গে তার পুতুল বন্ধু পুরোদস্তুর সুস্থ ‘পরি’র চিকিৎসাও করিয়েছেন। এখন দুই বন্ধু হাসপাতালের বিছনায় পাশাপাশি দিব্যি দিন কাটাচ্ছে!
এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হাসপাতালের বেডে দেখা যায়, জিকরারের পা ঝুলানো অবস্থায় নিজেই ফিডিং বোতল ধরে খাচ্ছে। পাশে শুয়ে তারই সাইজের পরি।
তারও পা ঝুলানো। তবে তার মুখে ফিডিং বোতলটা নেই শুধু।
এ বিষয়ে হাসপাতালের ডাক্তারেরা জানান, থাইয়ের হাড় ভেঙেছে জিকরারের। সেটা সারাতে প্রয়োজন হলো ট্রাকশনের। কিন্তু ভয় ও ব্যথায় শিশুটি কিছুতেই পায়ে প্লাস্টার করতে দিচ্ছিল না। তখন বাধ্য হয়ে ওকে ভোলাতে ওর পুতুলের পায়ে প্রথমে প্লাস্টার করে ট্রাকশন দেন তারা। পরিকে ওভাবে দেখে আশ্বস্ত হয়ে তারপর জিকরা পায়ে প্লাস্টার বাঁধতে দেয়।
এ সময় জিকরার মা ফারিন জানিয়েছেন, বাড়িতে পাঁচ সেকেন্ডও চুপ করে বসে না জিকরা। এদিকে ডাক্তারেরা বলেছিলেন পা সোজা না রাখলে কোনোদিন পা ঠিক হবে না। অগত্যা নিরুপায় হয়ে সবাই তাকে জোর করে নিয়ে আসে হাসপাতালে। সেখানেও প্রথমে কিছুতেই থাকবে না সে। কিন্তু পরি আসতেই বদলে যায় পরিস্থিতি। জিকরা খুশি মনে পুতুল বন্ধুকে নিয়ে হাসপাতালের বেডে দিব্যি শুয়ে আছে!
জিকরার সঙ্গে তাঁর পুতুলের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
bangla news update

2019/08/31

August 31, 2019

সকল ফেসবুক ব্যবহারকারিদের জন্য সুখবর

ব্যবহারকারীদের 'জীবন রক্ষাকারী তথ্য' দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। লোকাল অ্যালার্ট' নামে নতুন একটি হেল্প সার্ভিস চালু করেছে ফেসবুক। এটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ৩০০ শহরে এই হেল্প সার্ভিসটি চালু করছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, এই হেল্প সার্ভিসটি হচ্ছে মূলত লোকাল অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীরা পুলিশ বা ফায়ার ব্রিগেডে মেসেজ পাঠাতে পারবেন। সেটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
এ ছাড়া যে কোনো জায়গায় অস্ত্রধারীর হামলা, খারাপ আবহাওয়া বা নিখোঁজদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে।
নতুন এই ফিচারটির কার্যকারিতা সম্পর্কে বেশ আশাবাদী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
bangla news update
August 31, 2019

চোরাকারবারে জড়িত দেশের ৬৬ গার্মেন্টস

গার্মেন্টস
শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা পণ্য কালোবাজারে বিক্রির মাধ্যমে চোরাকারবারে জড়িত দেশের ৬৬ পোশাকশিল্প কারখানা। এ অপরাধে এসব গার্মেন্ট বা পোশাক কারখানার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে যাচ্ছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাস্টমসের আইনগত পদক্ষেপ ও কঠোর অ্যাকশন দেখতে চায় তারা। জানা গেছে, শুল্কমুক্ত পণ্য চোরাচালানে বিক্রির সঙ্গে জড়িত ৬৬ পোশাক কারখানাকে চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর প্রায় সব প্রতিষ্ঠানই কালোবাজারে পণ্য বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে। এসব প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ছাড়াও কারও কারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। অতিসম্প্রতি চোরাকারবারে জড়িত এই ৬৬ পোশাক কারখানার তালিকা বিজিএমইএর কাছে পাঠিয়েছে এনবিআর।
সংস্থাটি শুল্কমুক্ত সুবিধার আমদানিপণ্য চোরাকারবারের সঙ্গে জড়িত পোশাক কারখানাগুলোর সদস্যপদ বাতিলের অনুরোধ করেছে।
এ প্রসঙ্গে বিজিএমইএর সহসভাপতি মো. মশিউল আজাম সজল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যে কোনো মূল্যে বন্ডের অপব্যবহার বন্ধ করতে হবে। বিজিএমইএ অ্যাকশন নিতে পিছপা হবে না। কিন্তু কাস্টমসকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাস্টমসও আইনগত পদক্ষেপ নেবে এটাই দেখতে চায় বিজিএমইএ।
আমরা কোনো সংগঠনের সদস্যপদ বাতিল করব না। ’
জানা গেছে, এনবিআরের তালিকায় অভিযুক্ত এমন ১০টি প্রতিষ্ঠান আছে, যাদের একাধিকবার কালোবাজারে পণ্য বিক্রির সময় হাতেনাতে ধরা হয়েছে। বিজিএমইএকে পাঠানো তালিকার বাইরেও বন্ড অনিয়মের সঙ্গে জড়িতদের আরেকটি তালিকা তৈরি করা হচ্ছে। ইস্যুটি নিয়ে অর্থমন্ত্রীও সরব। বন্ডেড সুবিধায় মালামাল এনে তা কালোবাজারে বিক্রি করে দেওয়ায় এবং স্থানীয় বস্ত্রশিল্পের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী এনবিআর ও কাস্টমস বন্ড কমিশনারেটকেও নির্দেশ দিয়েছেন।
শুধু তাই নয়, এ সুবিধা রাখা না রাখা নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
কাস্টমস বন্ড কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, যে প্রতিষ্ঠানগুলোর তালিকা পাঠানো হয়েছে, তাদের হাতেনাতে ধরা হয়েছে। বিভিন্ন সময় রাতে অভিযান চালিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ কয়েকটি এলাকা থেকে খোলাবাজারে বিক্রির সময় ধরা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেছে। জানা গেছে, শতভাগ রপ্তানিকারকদের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। তবে শর্ত হলো, এ সুবিধায় আমদানি করা কাঁচামাল এনবিআর নির্ধারিত গুদামে রেখে তা দিয়ে তৈরি পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। এটি বন্ডেড ওয়্যারহাউস সুবিধা নামে পরিচিত। বন্ডেড সুবিধার কোনো পণ্য বাইরে বিক্রি করতে হলে সরকারের প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করতে হবে। কিন্তু সরকারের দেওয়া এ সুবিধার অপব্যবহার করছে একশ্রেণির ব্যবসায়ী নামের চোরকারবারি।
জানা গেছে, বন্ডেড সুবিধায় আনা পোশাকশিল্পের কাঁচামালের শুল্ক-করের পরিমাণ প্রকারভেদে ৬০ থেকে ১১০ শতাংশ কিংবা এর চেয়েও বেশি হারে পরিশোধ করতে হয়। এনবিআর সূত্র জানায়, চোরাকারবারে জড়িত ৬৬ পোশাক কারখানার শুল্ক-কর ফাঁকির তথ্যও এনবিআর প্রেরণ করেছে বিজিএমইএর কাছে। এতে কাস্টমস বন্ড কমিশনারেট অফিস ১৬টি প্রতিষ্ঠানের জালিয়াতি ধরেছে, যার মাধ্যমে ৩৫ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। কাস্টমস গোয়েন্দা বিভাগ ১২টি প্রতিষ্ঠানের অনিয়ম উদ্্ঘাটন করে ২৭৫ কোটি টাকা আদায় করেছে। চট্টগ্রাম কাস্টম হাউস একটি প্রতিষ্ঠানের অনিয়ম উদ্্ঘাটন করে আদায় করেছে, যাতে রাজস্বের পরিমাণ ১৩ কোটি টাকার বেশি। এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠান দায় স্বীকার করেছে। চট্টগ্রাম বন্ড কমিশনারেট ১৭টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, যাতে রাজস্বের পরিমাণ ৪৪ কোটি টাকা। এ ছাড়া ঢাকা কাস্টম হাউস ৩টি ও বেনাপোল কাস্টম হাউস ৮টি প্রতিষ্ঠানের জালিয়াতি চিহ্নিত করেছে।
অভিযুক্ত ৬৬ গার্মেন্ট : এনবিআরের তালিকা অনুযায়ী অভিযুক্ত গার্মেন্টের মধ্যে রয়েছে ঢাকার নিপা নিটওয়্যারস, সাভারের রেজা ফ্যাশনস, গাজীপুরের ট্রাউজার ওয়ার্ল্ড, মোহাম্মদপুরের সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস, বটম গ্যালারি, সিনটেক্স টেক্সটাইল এস অ্যাপারেলস, গাজীপুরের কাশিমপুরের ইউটা নিটিং অ্যান্ড ডায়িং, মিরপুরের কার্ডিয়াল ডিজাইন, আল ইসলাম টেক্স, করতোয়া অ্যাপারেলস, কায়সার সানকো জেবিটেক্স, টিএনজেড অ্যাপারেলস, এপেক্স ল্যানজারিং, জেনেসিস ফ্যাশনস, ল্যাভেন্ডার গার্মেন্টস, তুরাগের মাসটেক্স ইন্ডাস্ট্রিজ, রামপুরার আশিয়ানা গার্মেন্টস, টঙ্গীর কেপরি অ্যাপারেলস, খিলক্ষেতের নাফ ফ্যাশনস, নারায়ণগঞ্জের মিশুয়ার হোসিয়ারি, চট্টগ্রামের অ্যাপারেল অপশন, ফ্যাশন ক্রিয়েট, ডিকে অ্যাপারেল, ক্যাসিওপিয়া সোয়েটারস, আইম্যান টেক্সটাইল, জেএবি লিমিটেড, গাজীপুরের এম এইচ অ্যাপারেলস, এ আর এইচ নিট কম্পোজিট, ক্রস লাইন নিট ফেব্রিকস, নিট বাজার, লেলফ ইনোভেটিভ, স্পারো অ্যাপারেল, আশুলিয়ার ডিজাইনার ফ্যাশনস, চট্টগ্রামের গার্মেন্টস হোম, সুফী অ্যাপারেল এবং ময়মনসিংহের ভালুকার সুপ্তি সোয়েটার। এ ছাড়া চট্টগ্রামের টিকেএম গার্মেন্টস, আদিল অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস, মনটেক্স অ্যাপারেলস, আজমাইন ফ্যাশনস, প্রিটি অ্যাপারেলস, সার্ক গার্মেন্টস, ফ্যাশন ক্রিয়েট অ্যাপারেলস, এক্সিয়ম ফ্যাশন, ওশেন অ্যাপারেলস, টিম অ্যাপারেলস, এ অ্যান্ড বি আউটওয়্যার, কর্ণফুলী ইপিজেডের হংকং ডেনিম, ভেনকট লিমিটেড, বেসটেক লিমিটেড, বিডি ডিজাইন, মেরিনা অ্যাপারেলস, টিঅ্যান্ডজেড অ্যাপারেলস, ওসিস ফ্যাশনস, নরসিংদীর চরকা টেক্সটাইল, গাজীপুরের স্মাগ সোয়েটার, সাভারের ফেব্রিকা নিট কম্পোজিট, গাজীপুরের ইয়োর ফ্যাশন সোয়েটার, টাঙ্গাইলের ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট, নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস, গাজীপুরের এসকিউ সেলসিয়াস।
bangla news update

2019/08/30

August 30, 2019

আবারো "ঘূর্ণিঝড়",ধেয়ে আসছে শক্তি সাইক্লোন "ডোরিয়ান"

সাইক্লোন ডোরিয়ান
সাইক্লোন ডোরিয়ান ধেয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ার দিকে। ইতিমধ্যে দেশটিতে শক্তিশালী এ সাইক্লোনটিকে ক্যাটাগরি-৩ এর মর্যাদা দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে সকলকে।
ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়ে বলেছে, ডোরিয়ান তার শক্তি বাড়িয়েই চলেছে। শুক্রবার নাগাদ এটি শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৩ এর পর্যায়ে চলে যাবে।
রবিবারে ১২৫ মাইল বেগে ফ্লোরিডা ও জর্জিয়ার উপকূলে আঘাত হানবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর কেন গ্রাহামের বরাত দিয়ে বলা হয়েছে সাইক্লোনটি ইতিমধ্যে বুধবারে ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্তো রিকোতে আঘাত হেনেছে।
bangla news update

2019/08/29

August 29, 2019

'বিডি পুলিশ হেল্পলাইন' এখন আপনার মোবাইলে

পুলিশের সেবার মান নিশ্চিত করণ, কার্যক্রমে গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বিডি পুলিশ হেল্পলাইন’ নামে একটি অ্যাপ কাজ করছে। এই অ্যাপ ব্যবহার করে যেকেউ অভিযোগ ও অপরাধের তথ্য দিলে সংশ্লিষ্ট থানা থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত পৌঁছে যাবে।

পুলিশের সেবার মান, অপরাধ দমন ও পেশাদারিত্বপূর্ণ কাজসহ সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে ১৩ অক্টোবর ২০১৬ সালে চালু করা হয় ‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপটি। এই অ্যাপটির যাত্রা ছিল পুলিশ বাহিনীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে পুলিশের কাজে গতিশীলতা এসেছে। অপরাধ দমনের পাশাপাশি নিশ্চিত হচ্ছে সরাসরি জবাবদিহিতা।

অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটি আইওএস সংস্করণও ডাইনলোড করে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে-স্টোরের এই লিংক থেকে ‘বিডি পুলিশ হেল্পলাইন’ ডাউনলোড করতে পারবেন।

হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করে অপরাধ ও অপরাধী সম্পর্কে যেকেউ তথ্য জানাতে পারবেন। এছাড়াও সরাসরি ব্যবহারকারীর এলাকার থানায় ওসির সঙ্গে যোগাযোগ এবং সাহায্য চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন। তথ্য প্রদানকারী কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত এই অ্যাপের মাধ্যমে যেকোনো ছবি, ভিডিও ও অডিও পাঠাতে পারবেন। অ্যাপটির উল্লেখযোগ্য দিক হলো এটি জনগণ ও পুলিশের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করবে। প্রয়োজনে পুলিশ তথ্য প্রদানকারী বা সেবা প্রত্যাশী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবে। একই সঙ্গে তথ্য প্রদানকারী তার বার্তার ওপর গৃহীত ব্যবস্থা দেখতে পারবেন। ব্যবহারকারীরা বেনামে অথবা নির্দিষ্ট নাম ও পাসওয়ার্ড ব্যবহার করেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

যেভাবে কাজ করে ‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপঃ

এই অ্যাপে কোনো তথ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে (মেট্রোপলিটন ছাড়া) এ তথ্য সংশ্লিষ্ট সার্কেল সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার (এসপি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ হেডকোয়ার্টার্সে আসবে।

একইভাবে মেট্রোপলিটন এলাকায় এই অ্যাপ ব্যবহার করে কোনো অভিযোগ করা হলে অভিযোগটি সংশ্লিষ্ট ওসি, জোনাল এসি, উপকমিশনার (ডিসি), পুলিশ কমিশনার ও পুলিশ হেডকোয়ার্টার্সে আসবে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগের বিষয়টি তদারকি করতে পারছেন এবং অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট ওসি এই অ্যাপের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। ফলে অভিযোগকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগের ব্যবস্থা সম্পর্কে জানতে পারছেন। এতে পুলিশের কাজের জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
bangla news update
August 29, 2019

হাইকোর্টের শুনানিতে রিফাত হত্যা মামলার আসামি মিন্নির জামিন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে রায় দেন।
বুধবার তার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য এদিন ধার্য করা হয়।
বুধবার আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী।
এ সময় আদালত কক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।
২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর মধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেফতার করা হয়।
১৬ জুলাই সকালে বরগুনার মাইঠা এলাকায় বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রিফাত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই দিন রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ।
পরদিন ১৭ জুলাই বিকেলে মিন্নিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। বিকেল সোয়া ৩টার দিকে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রিমান্ডের দ্বিতীয় দিন ১৯ জুলাই বিকেল ৫টার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২২ জুলাই বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। ওই দিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এরপর ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে ৩০ জুলাই এ জামিন শুনানির দিন ধার্য করেন আদালত। শুনানির পর আদালত জামিন আবেদন নাকচ করেন।
bangla news update
August 29, 2019

সীতাকুন্ডে গুলিবিদ্ধ হয়ে লরি চালকের মৃত্যু

সীতাকুন্ডে গুলিবিদ্ধ হয়ে লরি চালকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শাহজাহান সাজু নামে এক লরি চালক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকেলে বন্দর বাইপাস সড়কের দক্ষিণ সলিমপুর এলাকায় একটি লরি স্ট্যান্ডের সামনে গুলিবিদ্ধ হন তিনি।
শাহজাহান সাজু (৪৮) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লরি স্ট্যান্ডের সামনে অজ্ঞাত ব্যক্তি শাহজাহান সাজুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, বুধবার বিকেলে লরি চালক সাজুকে কে বা কারা গুলি করে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে রাতে সাজু মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। পুলিশ ঘাতককে খুঁজছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
bangla news update

2019/08/27

August 27, 2019

যুদ্ধাপরাধী মুসা রাজাকারের ফাঁসির রায়ে খুশি পুঠিয়াবাসী

যুদ্ধাপরাধী মুসা
যুদ্ধাপরাধী মুসা রাজাকারের ফাঁসির রায়ে খুশি রাজশাহীর মানুষ। পুঠিয়া উপজেলার মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘মুসা রাজাকারের রায়ে পুঠিয়াবাসির মাঝে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন এ রায়ের অপেক্ষায় ছিলাম আমরা। মুসা রাজাকার এই এলাকার চিহ্নিত রাজাকার ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় সে অনেক মানুষকে হত্যা করেছিলো। সেই বিচার আজ সম্পূর্ণ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যাদের হত্যা করেছিলো, তাদের আত্মা আজ শান্তি পেয়েছে।
মুক্তিযোদ্ধা কাজী মোস্তাফা কামাল জানান, মুসা রাজাকার পুঠিয়ার চিহ্নিত রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সে এই এলাকায় অনেক গ্রামে লুটপাট, নিরিহ মানুষকে খুনসহ এমন কোন খারাপ কাজ নেই যা সে করেনি। তার রায়ে পুঠিয়ার সব মুক্তিযোদ্ধাদের মাঝে শান্তি ফিরেছে। এই রায়ে আজ পুঠিয়াবাসীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে।  
পুঠিয়া উপজেলার মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল হক বলেন, ‘রায় শুনে খুশিতে চোখের কোনে পানি চলে এসেছে।
মুুসা রাজাকার যতদিন পুঠিয়ায় ছিলো ততদিন পুঠিয়াকে কলঙ্ক মাথায় নিয়ে থাকতে হয়েছে। দীর্ঘদিন পরে হলেও আদালত তার সঠিক বিচার করেছে। আমরা এই রায়ে অনেক খুশি। তবে এই রায় যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয়।
পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক কামরুল ইসলাম মিঠু বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। এই রায়ে পুঠিয়াতে এখন আনন্দ বইছে। উপজেলার সব মুক্তিযোদ্ধারা এই রাজাকারের বিচারের দাবিতে সোচ্ছার ছিল। তাদের মনের আশা আজ পূরণ হয়েছে। তবে খুব দ্রুত যেন রায় কার্যকর করে  পুঠিয়াবাসীকে কলঙ্ক মুক্ত করা হয়।
(বাংলাদেশ প্রতিদিন)
bangla news update

2019/08/26

August 26, 2019

বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ কোটি ৪০ লাখ টাকা

আকাশপথে যাত্রী ও তার মালামালের সুরক্ষায় ক্ষতিপূরণের বিষয়ে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০১৯’ নামে খসড়া আইনটি মন্ট্রিল কনভেনশন অনুযায়ী তৈরি করা হয়েছে। এই আইন কার্যকর হলে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক কোটি ৪০ লাখের মতো টাকা পাবেন। সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিপুরণের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তারা যে ক্ষতিপূরণ পেয়েছে তা খুবই সামান্য। এটা মন্ট্রিল কনভেনশনের আওতায় হলে অনেকগুণ বেশি হত। কমপক্ষে জনপ্রতি এক কোটি ৪০ লাখ টাকার মত পেতেন। কিন্তু সেটা পাননি, ১২ হাজার ডলারের মতো পেয়েছেন।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আইনের মূল ফোকাসটা হচ্ছে বিমানযোগে যাত্রী, ব্যাগেজ ও কার্গো পরিবহন- এগুলোর ক্ষেত্রে মৃত্যু বা ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমরা যেন প্রতিকার পেতে পারি।’
বিশ্বব্যাপী বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা ১৯৯৯ সালের আগে পরিচালিত হতো ওয়ারশ কনভেনশন দিয়ে। এরপর মন্ট্রিল কনভেনশনের মাধ্যমে বিমান পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব এবং যাত্রীর সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থা হয়। বাংলাদেশ ২০০৩ সালে মন্ট্রিল কনভেনশনে সই করলেও তা সক্রিয় করার জন্য রাষ্ট্রীয় অনুমোদন (র‌্যাটিফাই) না দেওয়ায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হত পুরনো ওয়ারশ কনভেনশন অনুযায়ী।
এই আইন না থাকায় আইন না থাকায় এতোদিন এই সুবিধা দেয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
bangla news update

2019/08/25

August 25, 2019

লাখো রোহিঙ্গার সমাবেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। রবিবার সকাল ৯টার দিকে উখিয়ার মধুরছড়া এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্পের খোলা মাঠে সমাবেশের মাধ্যমে এই দিবস পালন করা হয়। রাখাইনে ভয়াবহ সহিংস ঘটনার দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে রোহিঙ্গারা এই দিবস পালন করেছেন। সমাবেশে লাখ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিব উল্লাহ, মাষ্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগম সহ অনেকেই।  
সমাবেশে বক্তারা গত ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতনের নিন্দা জানান এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান। একই সাথে রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আকুতি জানান।
এজন্য বিশ্ববাসীকে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক মর্যাদাসহ দাবিকৃত ৫টি শর্ত মেনে নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারকে জোরালোভাবে চাপ দেয়ার আহ্বান জানানো হয়।  
এজন্য মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গাদের সংলাপ চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকাল থেকে দলে দলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগান নিয়ে সমাবেশে যোগদান করেন। নানা রকম স্লোগানে মুখরিত ছিল পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা।
এছাড়াও উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের উনচিপ্রাংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রাখাইনে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ হয়েছে। উক্ত সমাবেশ গুলোতেও নাগরিকত্ব এবং ভিটেমাটি ফিরিয়ে দিয়ে প্রত্যাবাসন করার দাবি জানান।
August 25, 2019

নকল 'ইনো পাউডার' খেয়ে গুরুতর অসুস্থ ৮ জন স্কুলছাত্রী

জয়পুরহাটে হজমের জন্য ‘নকল ইনো পাউডার’ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তৃতীয় শ্রেণির আট স্কুলছাত্রী।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে পৌর এলাকার হাতিল মাগনীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সবার বাড়ি জয়পুরহাট পৌরসভার হাতিল হাজিপাড়া মহল্লায়।
স্কুলের প্রধান শিক্ষক আফরিনা খাতুন বাংলানিউজকে বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রী নুশরাত গত সপ্তাহে ফেরিওয়ালার কাছ থেকে এক প্যাকেট হজমের ইনো পাউডার কিনেছিল। শনিবার বিকেলে নুশরাতসহ ওই ক্লাসের আটজন এটা খায়। পরে তারা ক্লাসে আসলে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় স্কুলের শিক্ষকরা তাদের দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল হক রয়েল বাংলানিউজকে বলেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
জানা গেছে, ভারতীয় হজমের পাউডার ইনোর অবিকল নাম ও প্যাকেট ব্যবহার করে আরেকটি পাউডার তৈরি করা হয়েছে। আর সেই ‘নকল’ পউডার খেয়েই তারা অসুস্থ হয়েছে।
bangla news update

2019/08/24

August 24, 2019

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ জন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ জন

ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম কিংবা পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শওকত জোয়ারদার ধুলদীতে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়।
জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ধুলদী রেল গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ যাত্রী নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
bangla news update
August 24, 2019

পেঁয়াজের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের মন্তব্য

পেঁয়াজের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের মন্তব্য,bd news
পেঁয়াজের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের মন্তব্য
পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই দাম বেড়েছে পেঁয়াজের।
দেশে হঠাৎ ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে। দিনাজপুরের হিলির আড়ত ছাড়াও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারেও প্রতিদিন দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ২০ টাকা বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারেও।
হিলির আড়তগুলোতে কোরবানির ঈদের আগে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ২২-২৫ টাকা দরে, সেই পেঁয়াজ এখন ৩৫-৪০ টাকা। অন্যদিকে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ টাকা দরে, যা ঈদের আগে ছিল ২৬-২৮ টাকা। 
চট্টগ্রামের খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে। ঢাকার খুচরা বাজারেও আমদানি করা পেঁয়াজের দাম ৬-১০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। চার দিনের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে আরো ১০-১৫ টাকা। এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
পাইকারি ব্যবসায়ীদের অজুহাত, ভারতে পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যে বন্যা হওয়ায় এবং পরিবহন ধর্মঘটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তবে খুচরা বিক্রেতারা বলছে, আমদানি কম হওয়ার সুযোগ নিয়ে হিলি বন্দরের পাইকাররা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।
এদিকে দাম বেড়েছে চিনি ও সয়াবিন তেলের। সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা।
তবে মাছ ও সবজির দাম কিছুটা কমেছে।
রাজধানীর নতুন বাজারের দোকানীরা জানিয়েছেন, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেকটাই বেশি, তাই দামও কমতিরদিকে।তবে বাড়তি কেবল করলা আর দেশি ও ভারতীয় পেঁয়াজের দর।
এদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গরুর মাংস সাড়ে পাঁচশ টাকা, খাসি সাড়ে সাতশ' টাকা দরে। চালের দাম আগের মতোই আছে।
bangla news update

2019/08/23

August 23, 2019

চুইংগামের জন্য তালাক

চুইংগামের জন্য তালাক,bd news
চুইংগামের জন্য তালাক
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে এক চুইংগামের জন্য আদালত চত্বরেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। আদলত প্রাঙ্গণে এমন কাণ্ডে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
সোমবার উত্তর প্রদেশের লখনউয়ে চুইংগাম খেতে না চাওয়ায় স্ত্রী সিম্মিকে তিন তালাক দেন সৈয়দ রশিদ।
২০০৪ সালে রশিদের সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় সিম্মির।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উত্তরপ্রেদেশের অমরাই গ্রামের বাসিন্দা সিম্মি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। স্বামী রশিদের বিরুদ্ধে সেই মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন তিনি।
স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন সিম্মি নামের ওই নারী।
মামলার শুনানির সময় স্ত্রীকে একটি চুইংগাম দিতে যান স্বামী রশিদ। কিন্তু সেই চুইংগাম নিতে রাজি হননি স্ত্রী।
আর এতেই রাগের বশে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন স্বামী। এ ঘটনা ঘিরে আদালত চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা। পরে মুহূর্তে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
একদিকে যৌতুক দাবির মামলা অন্যদিকে স্ত্রীকে আইন বিরুদ্ধ তিন তালাক দেয়ায় ফের তার বিরুদ্ধে এই নতুন মামলা দায়ের করা হয়।
bangla news update