Stay Connected

Blog News

Instagram

Showing posts with label sports news. Show all posts
Showing posts with label sports news. Show all posts

2019/09/10

September 10, 2019

বাংলাদেশ দলে যুক্ত হয়েছে আর এক নতুন শক্তি মিশু। কে এই মিশু?

টেস্ট শেষ। আফগানিস্তানের কাছে লজ্জার এক হার বাংলাদেশের। তবে ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে তো হবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে। টেস্ট ভুলে তাই এখন টাইগারদের সব মনোযোগ আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে থাকছে আফগানিস্তানও। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর থেকে। যে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে সবচেয়ে বড় চমক ২০ বছর বয়সী পেসার ইয়াসিন আরাফাত মিশু। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া এই তরুণ ঘরোয়া ক্রিকেটে এসেছেন বেশিদিন হয়নি। এখন পর্যন্ত খেলেছেন ৭টি প্রথম শ্রেণির আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।
তবে কি দেখে তাকে বড় মঞ্চে তুলে আনতে চাইছেন নির্বাচকরা? কিছু একটা তো তারা দেখেছেনই! মিশু আসলে প্রথম নজরে আসেন গত বছর। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন, যা লিস্ট ‘এ’তে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
ওই এক ম্যাচই জীবন ঘুরিয়ে দিয়েছে মিশুর। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ডানহাতি এই পেসার তখন থেকেই নির্বাচকদের নজরে। অবশেষে ডাক পেলেন টি-টোয়েন্টিতে, অভিষেক হওয়ারও জোর সম্ভাবনা আছে।
মিশুর ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। পড়ালেখা ফাঁকি দিয়ে চলে যেতেন খেলার মাঠে। তার ক্রিকেটের প্রতি এমন আগ্রহ প্রথম চোখে পড়ে গৃহশিক্ষকের। তিনিই তার বাবা মাকে পরামর্শ দেন ছেলেকে বিকেএসপিতে পাঠানোর। পরবর্তীতে বিকেএসপিতে ভর্তি হন মিশু। সেখান থেকে ধীরে ধীরে উঠে আসা।
এবার কম বয়সেই তার অভিষেক হয়ে যেতে পারে জাতীয় দলে। পরের কাজটা কিন্তু করতে হবে মিশুকেই। দেখিয়ে দিতে হবে, হারিয়ে যেতে আসেননি। যাকে আদর্শ মানেন, সেই মাশরাফি বিন মর্তুজার মতোই বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দিতেই এসেছেন।

2019/09/09

September 09, 2019

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান(সরাসরি সম্প্রচার)

কাল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানের দুশানবেতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলাটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। ম্যাচটি আফগানিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা-শঙ্কা থাকায় খেলাটি হচ্ছে তাজিকিস্তানে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে গ্রুপ ‘ই’তে খেলছে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়া গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।
এই গ্রুপে বাংলাদেশ বাদে বাকি দলগুলো ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। গুয়াহাটিতে ওমান ২-১ গোলে হারিয়েছে ভারতকে। দোহায় কাতারের বিপক্ষে আফগানিস্তান হেরেছে ৬-০ গোলে।

2018/06/11

June 11, 2018

T20 asia cup এ ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

all bangla news update,bd news,world news,sports news,entertainment,health tips,breaking news,news update,এশিয়া কাপ,বাংলাদেশ,খেলার খবর,এশিয়া কাপ ২০১৮,এশিয়া কাপ,এশিয়া কাপ 2018,ক্রিকেট,নারী এশিয়া কাপ,এশিয়াকাপ ২০১৮,এশিয়া কাপ ঢাকা,বিশ্বকাপ,এশিয়া কাপ ২০১৯
আজ সোমবার বিকেলে ঢাকায় ফিরছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটযোগ মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে সালমা-রুমানারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত রবিবারের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল সালমা-রুমানারা। ফলে নারীদের এশিয়া কাপ নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে পেলো বাংলাদেশকে।
(bangla news update)

2018/06/10

June 10, 2018

এই কি হলো আর্জেন্টিনা দলে

all bangla news update,bd news,world news,sports news,entertainment,health tips,breaking news,news update,বিশ্বকাপ,আর্জেন্টিনা,রাশিয়া বিশ্বকাপ,ফুটবল,বিশ্বকাপ ২০১৮,ফিফা বিশ্বকাপ ২০১৮,ফুটবল খেলা,ফিফা বিশ্বকাপ,ফুটবল বিশ্বকাপ,বাংলা খবর,ব্রাজিল,বিশ্বকাপ ফুটবল,নেইমার
খেলা শুরু হওয়ার আগে এই কি হলো আর্জেন্টিনা দলে :- ৩২ বছরের বিশ্বকাপ আক্ষেপ দূর করার মিশনে এবার জোরেশোরেই মাঠে নেমেছিল Argentina। তবে, একের পর এক ইনজুরির মিছিল তাঁদের একেবারেই এলোমেলো করে দিচ্ছে। সার্জিও রোমেরো ও ম্যানুয়েল লানজিনির পর এবার ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন এভার বানেগা।   বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমাঠ সামলানোর দায়িত্ব বানেগার কাঁধে। অথচ, খবর এসেছে পায়ের মাংসপেশীতে ব্যথা পেয়েছেন তিনি। আর ব্যথা এতটাই তীব্র যে, রীতিমতো বিশ্বকাপ খেলার স্বপ্ন মুছে যেতে পারে তাঁর।  

দলের ট্রেইনার হোর্হে দেসিও জানিয়েছেন, আপাতত বানেগাকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি অন্তত দুটো অনুশীলন সেশন মিস করবেন, এরপর তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপ শুরু হতে বাকি আর কেবল চারদিন। এর মধ্যে বানেগার ইনজুরি আর্জেন্টাইন শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট।   এর একদিন আগে অনুশীলনে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ম্যানুয়েল লানজিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ওয়েস্ট হ্যামের এই ফুটবলারের ইনজুরির কারণে বদলি খেলোয়াড়ের নাম এখনো জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বোঝাই যাচ্ছে বদলি খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে হোর্হে সাম্পাওলিকে। এর আগে দলের এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরোও অনুশীলনের সময় পাওয়া ইনজুরিতে বিশ্বকাপের বাইরে চলে যেতে বাধ্য হন।   আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধা সার্জিও অ্যাগুয়েরোর ফিটনেস নিয়েও শঙ্কা ছিল। যদিও, ট্রেইনার দেসিও সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। 

তিনি বলেন, ‘সার্জিও অ্যাগুয়েরো ভালো আছে। ও কখনোই খেলা বন্ধ করেনি।   বিশ্বকাপ যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন কেন আর্জেন্টিনার শিবিরে এত ইনজুরি? দেসিও অবশ্য মনে করছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে দলের ভেতর ফিটনেস ও শারীরিক কোনো সংকট নেই। তিনি বলেন,  দলটা শারীরিকভাবে খুব শক্ত। দলের ফিটনেসজনিত অবস্থা আমরা যেমন চাই তেমনই আছে।’   আর্জেন্টিনা দলটা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলে মারাকানায় জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ। এরপর টানা দুটি কোপা ফাইনালে টাইব্রেকারে হার। এবার কি ঘুঁচবে আর্জেন্টিনার ট্রফির আক্ষেপ? এই প্রশ্নের জবাব আর্জেন্টিনা দেওয়া শুরু করবে আগামী ১৬ জুন থেকে। সেদিন, মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা খরা ঘোচানোর মিশন শুরু করবেন মেসিরা। 

গ্রুপ ডি-তে এবার আর্জেন্টিনার বাকি দুই সঙ্গী হলো ক্রোয়েশিয়া এবং চিরচেনা প্রতিপক্ষ নাইজেরিয়া।   বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছিলেন মেসি। জেরুজালেমে ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে। এর অর্থ হলো আর ম্যাচ অনুশীলনের সুযোগ পাচ্ছে না আর্জেন্টাইনরা।  
(bangla news update)

2018/06/05

June 05, 2018

বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ম্যাচ

all bangla news update,bd news,world news,sports news,entertainment,health tips,breaking news,news update,বাংলাদেশ,আফগানিস্তান,বাংলাদেশ বনাম আফগানিস্তান,বাংলাদেশের খবর,খেলার খবর,বাংলাদেশ ক্রিকেট,মোহাম্মদ নবি


আফগানিস্তানের ব্যাটসম্যান-বোলারদের মিলিত নৈপুণ্যে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি ৪৫ রানে হারে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভালো অবস্থায় আফগানরা। সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তারা।
অন্যদিকে, প্রথম ম্যাচ হেরে চাপে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোই এখন একমাত্র টার্গেট সাকিবের দলের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে আজ মঙ্গলবার দেরাদুনে আবারো মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টি-২০ও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ম্যাচ হারের জন্য নিজেদের বোলিংয়ের শেষের চার ওভারকে দুষছেন সাকিব, ‘শেষ দিকের ওভারগুলো বাদে আমরা ভালো বল করেছিলাম। শেষদিকে ৪ ওভারে ৬৪ রান দিয়েই আমরা ম্যাচ হেরেছি। এখনো অনেক কিছু করার আছে, আমাদের এক সাথে বসতে হবে এবং দেখতে হবে কোন জায়গাতে আরও উন্নতি করা যায়। অবশ্যই তারা ভালো দল, প্রত্যকটি বিভাগেই তারা ভালো খেলেছে।
(bangla news update)

2018/06/04

June 04, 2018

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে লজ্জার হার bangla news update

বাংলাদেশ বনাম আফগানিস্তান live score:-
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ করে আফগানিস্তান। আফগানদের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানের শাপুর জাদরান ও রশিদ খানের কাছে মূলত অ ৩টি করে উইকেট নিয়ে মূলত অসহায় আত্মসমর্পণ করে টাইগার ব্যাটসম্যানরা। শাপুর ও রশিদ খান নেন ৩টি করে উইকেট।
এর আগে সৌম্যকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা মোসাদ্দেক হোসেন।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ করে আফগানিস্তান। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ শাহজাদ ৪০ ও শেনওয়ারির করেন ৩৬ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ও মাহমুদুল্লাহ নেন দুটি করে উইকেট।
 ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ। তালগোল পাকানো ব্যাটিংয়ে যেতে পারল না লক্ষ্যের ধারে কাছে। ১৯তম ওভারের শেষ বলে আবু জায়েদকে ফিরিয়ে বাংলাদেশকে ১২২ রানে গুটিয়ে দেন করিম জানাত। আফগানিস্তান পায় ৪৫ রানের দারুণ জয়।

বাংলাদেশের পক্ষে লিটন ৩০, সাকিব ১৫, মুশফিক ১৭ ও মাহমুদউল্লাহ করেন ২৯ রান। আফগানিস্তানের শাপুর জাদরান ও রশিদ খান ৩টি এবং মোহাম্মদ নবী নেন ২টি উইকেট।
আগামী ৫ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
(bangla news update)