কোরবানি ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন
August 12, 2019
কোরবানি ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন
কোরবানি ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'পাঁচফোড়ন' নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। তাতে দুই বন্ধু সমসাময়িক ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কোরবানির ঈদকে ঘিরে তাদের সেই আলোচনায় উঠে এসেছে মজার মজার সব বিষয়।ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর রিপোর্ট।এবার দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সাজু খাদেম।থাকছে তিনটি গান। নিজের কথা ও সুরে বাউল সফি মন্ডল, সংগীতায়োজনে মেহেদী। একটি দ্বৈত গান করেছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর।কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন রবি চৌধুরী।এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কোরবানি দেওয়া নিয়ে একটি বিষয় ভিক্তিক গানের সঙ্গে নেচেছেন এক দল নৃত্যশিল্পী।
ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে দেখানো হবে এটিএন বাংলায়।
(bangla news update)