সীতাকুণ্ড বাঁশবাড়ীয়া পোশাক কারখানায় আগুন
May 31, 2018
সীতাকুণ্ড বাঁশবাড়ীয়া পোশাক কারখানায় আগুন
পোশাক কারখানায় আগুন:- সীতাকুণ্ডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লয়েল নিটিং রয়েল এ্যাপারেলস প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর bangla news update পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে পর্যাপ্ত পানি না থাকার অভিযোগে গাড়ি ভাঙচুর ও কুমিরা ফায়ার সার্ভিসের জামাল উদ্দিন নামে এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে উত্তেজিত জনতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের মগপুকুর জিপিএইচ কারখানা সংলগ্ন মীর্জা মামুন চৌধুরী মালিকানাধীন লয়েল নিটিং রয়েল এ্যাপারেলস প্রতিষ্ঠানে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তা পর্যায়ক্রমে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। লয়েল নিটিং প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক এবং পার্শ্ববর্তী জিপিএইচ কারখানার শ্রমিকরা বেশ কিছু সুতা তৈরির কাঁচা মালামাল উদ্ধার করতে পারলেও কারখানার অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড, কুমিরা,আগ্রাবাদ, বন্দর এবং বায়েজিদ বোস্তামীর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তিনি বলেন, গাড়ি যাওয়ার সুষ্ঠু পরিবেশ না থাকাতে ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আগুনে ১২কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনতলা বিশিষ্ট এই পোশাক কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় দু’তলা ও তিনতলা লোহার বারগুলো বেঁকে গেছে। পোশাক তৈরির অধিকাংশ মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের মিলের শ্রমিকরা কিছু পোশাক তৈরির কাঁচা মালামাল উদ্ধার করে উন্মুক্ত মাঠে রেখেছে। আগুন নিভানোর জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যাপ্ত পানি না থাকায় বিক্ষুব্দ জনতা কুমিরা ইউনিটের একটি গাড়ি ভাঙচুর করে। এসময় জামাল উদ্দিন নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম ম দিলসাদ ও কুমিরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ চৌধুরী।
কারখানার সহকারী মাস্টার আবু বক্কর জানান,বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কারখানাতে সুতা থেকে থান কাপড় তেরি করা হতো। কারখানাতে বিপুল পরিমান কাপড় তৈরির কাঁচামাল(সুতা) ছিলো। মিলের ৯০জন শ্রমিকের মধ্যে ৫২ জন শ্রমিক ওই সময় কাজ করছিলো বলেন জানান তিনি।
(কারখানায় আগুন)bangla news update
(কারখানায় আগুন)bangla news update