Stay Connected

Blog News

Instagram

Showing posts with label নিজ বাসায় এমপি লতিফের স্ত্রীর ভাই খুন. Show all posts
Showing posts with label নিজ বাসায় এমপি লতিফের স্ত্রীর ভাই খুন. Show all posts

2018/12/17

December 17, 2018

নিজ বাসায় এমপি লতিফের স্ত্রীর ভাই খুন

all bangla news update,bd news,world news,sports news,entertainment,health tips,breaking news,news update,ব্রেকিং নিউজ,নিউজ,বাংলা খবর,আন্তর্জাতিক নিউজ,তাজা নিউজ,বিডি_নিউজ,বাংলা নিউজ,ভোরের নিউজ,বন্যা,সংবাদ,খবর,শিরোনাম,খুন,খুন করতে,লাইভে খুন,খুন।খুনী,সৎ
নগরীতে নিজ বাসায় খুন হয়েছেন সংসদ সদস্য এম এ লতিফের স্ত্রীর বড় ভাই তোফায়েল আহমেদ রফিক (৬০)। গতকাল শুক্রবার বন্দর থানাধীন ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনার পর এক গৃহকর্মী পলাতক থাকায় তাকেই সন্দেহ করছে পুলিশ।
পেশায় ব্যবসায়ী রফিক প্রতিথযশা ব্যবসায়ী বারিক মিয়ার ছেলে; যার নামে বারিক বিল্ডিং মোড় নামকরণ করা হয়েছে।
ঘটনাস্থলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। কোনো ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিকালে তোফায়েলের এক ছেলে বাসায় এসে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, খুনের ঘটনার পর কাজের ছেলেকে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কাজের ছেলেই তোফায়েলকে খুন করে পালিয়ে গেছে। এদিকে পলাতক থাকা গৃহকর্মীর পরিচয়, এমনকি নামও জানাতে পারেননি ওসি। মাসখানেক আগে নিয়োগ পাওয়া ওই ছেলেটির ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকেও কেউ কিছু জানাতে পারেনি বলে জানান তিনি। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে
দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, তোফায়েল আহমেদ ওই বাসায় একা থাকতেন। কিছুদিন আগে একজন গৃহকর্মীর জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়। পরে গৃহকর্মী হিসেবে ওই ছেলেটি তোফায়েল আহমেদকে দেখাশোনা করে আসছিলেন। দুদিন আগে নিজের চিকিৎসার জন্য ব্যাংক থেকে পঁাঁচ লাখ টাকা তুলে আনেন তোফায়েল। সেই টাকার লোভে গৃহকর্মী তাকে খুন করে পালিয়ে যায় বলে দাবি করেন তারা। কিন্তু তারা গৃহকর্মীর নাম জানাতে পারেনি।
তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ছেলেরা দোতলায় বাবার কক্ষ বন্ধ দেখে দরজায় আঘাত করেন। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছনের সিঁড়ি দিয়ে উঠে তাকে রক্তাক্ত অবস্থায় কক্ষের ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে পেছনের দরজা দিয়ে ঢুকে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে খুনের আলামত সংগ্রহ করেছেন। নিহত তোফায়েল আহমেদের চার মেয়ে, দুই ছেলে। তার স্ত্রী মারা গেছেন। চার মেয়ের বিয়ে হয়ে গেছে। দুই ছেলে এখনো অবিবাহিত। চারতলা ভবনের দ্বিতীয় তলায় রফিক একা থাকতেন। ছেলেরা থাকতেন উপরের তলায়।
(bangla news update)