মুক্তি পাচ্ছে বলিউড ছবি অক্ষয়ের 'মিশন মঙ্গল'।
August 11, 2019
মুক্তি পাচ্ছে বলিউড ছবি অক্ষয়ের 'মিশন মঙ্গল'
মুক্তি পাচ্ছে বলিউড ছবি অক্ষয়ের 'মিশন মঙ্গল'। অক্ষয় একাই 5 নায়িকার সমান। ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে মহাকাশ গবেষণা নিয়ে প্রথম বলিউড ছবি "মিশন মঙ্গল"। কিন্তু মুক্তির আগেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। যার একটি পোস্টার বিতর্ক থামছেই না।
কিছুদিন আগেই ছবির একটি পোস্টার প্রকাশিত হয়, যেখানে অক্ষয় কুমারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। অথচ ছবিতে আরও আছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি,পাঁচ পাঁচজন অভিনেত্রী। ছবিতে তাদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন এটা পরিষ্কার বৈষম্য।পোষ্টার বৈষম্য নিয়ে চলমান বিতর্ক যৌক্তিক বললেও ছবির অন্যতম অভিনেত্রী তাপসী পান্নু সবাইকে বাস্তবতা মেনে নিতে বলেছেন। ছবির প্রচারে এসে অভিনেত্রী বলেন, ছবির ব্যবসার কথাও আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বড় বাজেটের বহু তারকাময় ছবি। প্রচারের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। গেল চার বছর ধরে অক্ষয় অভিনীত প্রায় সব ছবি 100 কোটি রুপির বেশি ব্যবসা করেছেন।এমন বাস্তবতায় তাপসী বলেন,পোস্টারে অক্ষয়ের ছবি বড়, কারণ আছে। উনি একা যা করতে পারবেন, আমরা পাঁচ নায়িকা মিলেও তা পারবো না। সত্যি হলে এটাই, ছবিতে আমরা কেউ না থাকলেও কেবল অক্ষয় এর জন্যই এটা বড় শুরু পাবে। পোস্টার বিতর্ক ছাড়া তাপসী কথা বলেছেন নিজের অভিনয় নিয়ে। জানিয়েছেন, একটার পর একটা বৌচিত্র্যময় আর চ্যালেঞ্জিং চরিত্র পাচ্ছেন তিনি। বলেছেন শুধু মাথা নেড়া হওয়া ছাড়া চরিত্রের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত তিনি।
(bangla news update)
কিছুদিন আগেই ছবির একটি পোস্টার প্রকাশিত হয়, যেখানে অক্ষয় কুমারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। অথচ ছবিতে আরও আছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি,পাঁচ পাঁচজন অভিনেত্রী। ছবিতে তাদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন এটা পরিষ্কার বৈষম্য।পোষ্টার বৈষম্য নিয়ে চলমান বিতর্ক যৌক্তিক বললেও ছবির অন্যতম অভিনেত্রী তাপসী পান্নু সবাইকে বাস্তবতা মেনে নিতে বলেছেন। ছবির প্রচারে এসে অভিনেত্রী বলেন, ছবির ব্যবসার কথাও আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বড় বাজেটের বহু তারকাময় ছবি। প্রচারের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। গেল চার বছর ধরে অক্ষয় অভিনীত প্রায় সব ছবি 100 কোটি রুপির বেশি ব্যবসা করেছেন।এমন বাস্তবতায় তাপসী বলেন,পোস্টারে অক্ষয়ের ছবি বড়, কারণ আছে। উনি একা যা করতে পারবেন, আমরা পাঁচ নায়িকা মিলেও তা পারবো না। সত্যি হলে এটাই, ছবিতে আমরা কেউ না থাকলেও কেবল অক্ষয় এর জন্যই এটা বড় শুরু পাবে। পোস্টার বিতর্ক ছাড়া তাপসী কথা বলেছেন নিজের অভিনয় নিয়ে। জানিয়েছেন, একটার পর একটা বৌচিত্র্যময় আর চ্যালেঞ্জিং চরিত্র পাচ্ছেন তিনি। বলেছেন শুধু মাথা নেড়া হওয়া ছাড়া চরিত্রের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত তিনি।
(bangla news update)