সীতাকুন্ডে গুলিবিদ্ধ হয়ে লরি চালকের মৃত্যু
August 29, 2019
সীতাকুন্ডে গুলিবিদ্ধ হয়ে লরি চালকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শাহজাহান সাজু নামে এক লরি চালক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকেলে বন্দর বাইপাস সড়কের দক্ষিণ সলিমপুর এলাকায় একটি লরি স্ট্যান্ডের সামনে গুলিবিদ্ধ হন তিনি।
শাহজাহান সাজু (৪৮) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লরি স্ট্যান্ডের সামনে অজ্ঞাত ব্যক্তি শাহজাহান সাজুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, বুধবার বিকেলে লরি চালক সাজুকে কে বা কারা গুলি করে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে রাতে সাজু মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। পুলিশ ঘাতককে খুঁজছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
bangla news update