Stay Connected

Blog News

Instagram

2019/09/09

অভিনেত্রী নুসরাত ঢুকে পড়লেন পুরুষের টয়লেটে অতপরঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুচা। বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে!
হ্যাঁ, একথা কোনও গুজব কিংবা গসিপ নয়, বরং সত্যি সত্যিই নাকি এমন কাণ্ড করে ফেলেছিলেন নুসরাত।
জানা গেছে, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ড্রিমগার্ল ছবিতে দেখা যাবে নুসরাতকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।
নুসরাত জানান, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না ৷ টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি!
নুসরাতের কথায়, ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গেলাম কত বড় ভুলটা করে বসেছি।
তিনি বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতে, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা মনে পড়লে খুব হাসি পায়।
bangla news update

No comments:

Post a Comment