Stay Connected

Blog News

Instagram

2019/08/27

যুদ্ধাপরাধী মুসা রাজাকারের ফাঁসির রায়ে খুশি পুঠিয়াবাসী

যুদ্ধাপরাধী মুসা
যুদ্ধাপরাধী মুসা রাজাকারের ফাঁসির রায়ে খুশি রাজশাহীর মানুষ। পুঠিয়া উপজেলার মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘মুসা রাজাকারের রায়ে পুঠিয়াবাসির মাঝে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন এ রায়ের অপেক্ষায় ছিলাম আমরা। মুসা রাজাকার এই এলাকার চিহ্নিত রাজাকার ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় সে অনেক মানুষকে হত্যা করেছিলো। সেই বিচার আজ সম্পূর্ণ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যাদের হত্যা করেছিলো, তাদের আত্মা আজ শান্তি পেয়েছে।
মুক্তিযোদ্ধা কাজী মোস্তাফা কামাল জানান, মুসা রাজাকার পুঠিয়ার চিহ্নিত রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সে এই এলাকায় অনেক গ্রামে লুটপাট, নিরিহ মানুষকে খুনসহ এমন কোন খারাপ কাজ নেই যা সে করেনি। তার রায়ে পুঠিয়ার সব মুক্তিযোদ্ধাদের মাঝে শান্তি ফিরেছে। এই রায়ে আজ পুঠিয়াবাসীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে।  
পুঠিয়া উপজেলার মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল হক বলেন, ‘রায় শুনে খুশিতে চোখের কোনে পানি চলে এসেছে।
মুুসা রাজাকার যতদিন পুঠিয়ায় ছিলো ততদিন পুঠিয়াকে কলঙ্ক মাথায় নিয়ে থাকতে হয়েছে। দীর্ঘদিন পরে হলেও আদালত তার সঠিক বিচার করেছে। আমরা এই রায়ে অনেক খুশি। তবে এই রায় যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয়।
পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক কামরুল ইসলাম মিঠু বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। এই রায়ে পুঠিয়াতে এখন আনন্দ বইছে। উপজেলার সব মুক্তিযোদ্ধারা এই রাজাকারের বিচারের দাবিতে সোচ্ছার ছিল। তাদের মনের আশা আজ পূরণ হয়েছে। তবে খুব দ্রুত যেন রায় কার্যকর করে  পুঠিয়াবাসীকে কলঙ্ক মুক্ত করা হয়।
(বাংলাদেশ প্রতিদিন)
bangla news update

No comments:

Post a Comment