জয়পুরহাটে হজমের জন্য ‘নকল ইনো পাউডার’ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তৃতীয় শ্রেণির আট স্কুলছাত্রী।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে পৌর এলাকার হাতিল মাগনীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সবার বাড়ি জয়পুরহাট পৌরসভার হাতিল হাজিপাড়া মহল্লায়।
স্কুলের প্রধান শিক্ষক আফরিনা খাতুন বাংলানিউজকে বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রী নুশরাত গত সপ্তাহে ফেরিওয়ালার কাছ থেকে এক প্যাকেট হজমের ইনো পাউডার কিনেছিল। শনিবার বিকেলে নুশরাতসহ ওই ক্লাসের আটজন এটা খায়। পরে তারা ক্লাসে আসলে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় স্কুলের শিক্ষকরা তাদের দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল হক রয়েল বাংলানিউজকে বলেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
জানা গেছে, ভারতীয় হজমের পাউডার ইনোর অবিকল নাম ও প্যাকেট ব্যবহার করে আরেকটি পাউডার তৈরি করা হয়েছে। আর সেই ‘নকল’ পউডার খেয়েই তারা অসুস্থ হয়েছে।
bangla news update
No comments:
Post a Comment