Stay Connected

Blog News

Instagram

2019/08/13

দুর্নীতি মামলায় পাকিস্তানের মরিয়ম নওয়াজ গ্রেপ্তার

all bangla news update,bd news,world news,sports news,entertainment,health tips,breaking news,news update,মরিয়ম নওয়াজ শরীফ,বাংলা খবর,কন্যা,মরিয়ম নওয়াজ শরীফ,নওয়াজ শরীফের কন্যা,নওয়াজ শরীফের,নওয়াজ শরিফ,দুর্নীতি মামলায়,গ্রেপ্তার,পাকিস্তানের
দুর্নীতি মামলায় মরিয়ম নওয়াজ গ্রেপ্তার। চৌধুরী চিনিকল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তান এম এল এনের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাবা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল একাউন্টেবালিটি ব্যুরো।এ সময় একই অভিযোগে তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেপ্তার করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএবি জানায় গ্রেপ্তারের পর তাদের দু'জনকেই এনএবির হেড কোয়ার্টারে রাখা হয়েছে।আইন অনুযায়ী রিমান্ডে নেওয়ার জন্য আজ শুক্রবার তাদের একটি জবাবদিহি আদালতে হাজির করা হবে। এর আগে ডাক্তারদের একটি দল তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে। দুর্নীতি মামলা ইস্যুতে গতকাল এনএবির সামনে হাজির হওয়ার কথা ছিল মরিয়ম নওয়াজ এর। কিন্তু সেখানে না গিয়ে বাবার সঙ্গে দেখা করতে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে মরিয়মকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মরিয়ম আওরঙ্গজেব, আহসান ইকবালসহ পি এম এল এন এর অন্যান্য নেতা ও সমর্থকরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। দলটির সভাপতি শেহবাজ শরীফ এক বিবৃতিতে এ গ্রেপ্তার কে ভুল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। নওয়াজ শরীফ ও তার নাতি নাতনীদের সামনেই মরিয়ম নওয়াজ কে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি একই সঙ্গে নিন্দনীয়, লজ্জাজনক ও অনুশোচনা যোগ্য। সরকার অন্ধের মতো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিওএ ঘটনার নিন্দা জানিয়েছেন। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, অত্যাচারী একনায়ক জিয়াউল হক রাজনৈতিক প্রতিপক্ষের পরিবারের নারীদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করতেন। নতুন পাকিস্তানে এ ধারণা আবার ফিরে এসেছে বলে মনে হচ্ছে। এ নির্লজ্জ কাজের জন্য ইতিহাস ইমরান খানকে মনে রাখবে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে নওয়াজ শরীফ,মরিয়ম নওয়াজ,শাহবাজ শরিফ ও মৃত আব্বাস শরিফের পরিবারের বিরুদ্ধে চৌধুরী চিনি কলের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের দুর্নীতি মামলায় অভিযোগ এনে তদন্ত শুরু করে এনএবি।
(bangla news update)

No comments:

Post a Comment