Stay Connected

Blog News

Instagram

2019/09/11

September 11, 2019

নিজ মেয়েকে দিয়ে দেহব্যবসা, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

মেয়েটি এখনও শিশু। মাত্র ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। আর এই বয়সে নিজের মা ও সৎ বাবার হীন উদ্দেশ্যের শিকার হয়েছে সে। তাকে দিয়ে দেহব্যবসা করিয়েছে।

একজন বা দুইজন নয়, অনেক পুরুষের শয্যাসঙ্গী হতে বাধ্য করা হয়েছে তাকে। ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অবুঝ শিশুটি। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠপট্টি এলাকায়।  
 
মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পরে ওই রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটা...read

2019/09/10

September 10, 2019

বাংলাদেশ দলে যুক্ত হয়েছে আর এক নতুন শক্তি মিশু। কে এই মিশু?

টেস্ট শেষ। আফগানিস্তানের কাছে লজ্জার এক হার বাংলাদেশের। তবে ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে তো হবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে। টেস্ট ভুলে তাই এখন টাইগারদের সব মনোযোগ আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে থাকছে আফগানিস্তানও। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর থেকে। যে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে সবচেয়ে বড় চমক ২০ বছর বয়সী পেসার ইয়াসিন আরাফাত মিশু। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া এই তরুণ ঘরোয়া ক্রিকেটে এসেছেন বেশিদিন হয়নি। এখন পর্যন্ত খেলেছেন ৭টি প্রথম শ্রেণির আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।
তবে কি দেখে তাকে বড় মঞ্চে তুলে আনতে চাইছেন নির্বাচকরা? কিছু একটা তো তারা দেখেছেনই! মিশু আসলে প্রথম নজরে আসেন গত বছর। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন, যা লিস্ট ‘এ’তে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
ওই এক ম্যাচই জীবন ঘুরিয়ে দিয়েছে মিশুর। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ডানহাতি এই পেসার তখন থেকেই নির্বাচকদের নজরে। অবশেষে ডাক পেলেন টি-টোয়েন্টিতে, অভিষেক হওয়ারও জোর সম্ভাবনা আছে।
মিশুর ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। পড়ালেখা ফাঁকি দিয়ে চলে যেতেন খেলার মাঠে। তার ক্রিকেটের প্রতি এমন আগ্রহ প্রথম চোখে পড়ে গৃহশিক্ষকের। তিনিই তার বাবা মাকে পরামর্শ দেন ছেলেকে বিকেএসপিতে পাঠানোর। পরবর্তীতে বিকেএসপিতে ভর্তি হন মিশু। সেখান থেকে ধীরে ধীরে উঠে আসা।
এবার কম বয়সেই তার অভিষেক হয়ে যেতে পারে জাতীয় দলে। পরের কাজটা কিন্তু করতে হবে মিশুকেই। দেখিয়ে দিতে হবে, হারিয়ে যেতে আসেননি। যাকে আদর্শ মানেন, সেই মাশরাফি বিন মর্তুজার মতোই বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দিতেই এসেছেন।
September 10, 2019

বিনা পয়সায় উজ্জল ত্বক ধরে রাখতে ৭টি টিপস্

উজ্জ্বল ত্বক পেতে মেয়েরা অনেক চেষ্টা করে থাকেন। যদিও এমন একটি ছোট অলস দল আছে যারা তাঁদের ত্বককে ভালো দেখানোর জন্য কোন কাজই করেনা। তবুও তারা নরম, কোমল ও উজ্জ্বল ত্বক আশা করে। আপনি কি এই দলটিতে আছেন? তাহলে আসুন আজ জেনে নিই অলস মেয়েদের উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সহজ কিছু টিপস।
১। প্রচুর পানি পান করুন –
পানি ত্বকের জন্য অনেক উপকারি। ত্বকের গঠন ভালো হওয়ার জন্য হাইড্রেটেড থাকা প্রয়োজন। তাই প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। ফলে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক নরম ও কোমল হবে।
২। নিয়মিত মুখ ধোন –
আপনি ঘরে বা বাহিরে যেখানেই থাকুন না কেন বাতাসের ধুলো-ময়লা ও জীবাণু আপনার ত্বকে লেগে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যাওয়া ছিদ্র গুলো আস্তে আস্তে ফেটে যায় যা অনেক কষ্টদায়ক হয়। এর ফলে মুখে বিশ্রী দাগ হতে পারে। দিনে অন্তত ৩ বার মুখ ধোয়া নিশ্চিত করুন। এছাড়াও মুখে পানির ঝাপটা দিন।
৩। কখনোই মেকআপ নিয়ে ঘুমাতে যাবেননা –
মেকআপ হাল্কা হোক বা ভারি তা না তুলে ঘুমাতে যাওয়ার অর্থ ত্বকের উপর অত্যাচার করা। আপনি হয়তো অলস তাই বলে এতটাই অলস হবেন না যে মেকআপ নিয়েই ঘুমিয়ে পরবেন।

৪। পর্যাপ্ত ঘুমান –
অলস মেয়েদের উজ্জ্বল ত্বকের জন্য একটি সহজ কাজ হচ্ছে যথেষ্ট পরিমানে ঘুমান। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীর নিজেই রিচার্জ হয়। একই জিনিষ ত্বকের ক্ষেত্রেও ঘটে।
৫। দুপুরের রোদ থেকে দূরে থাকুন –
যতটুকো সম্ভব হয় দুপুরের রোদে বাহির হবেন না। যদি যেতেই হয় তাহলে স্কার্ফ বা হ্যাট পরে বাহিরে যান যাতে সূর্যের আলো ত্বকের কোন ক্ষতি করতে না পারে।
৬। তাজা জিনিষ খান –
আপনি যা খান তার প্রভাব পড়ে ত্বকে। প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি এবং রান্না করা খাবার খেলে ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় হয়।
৭। ভাজা পোড়া খাওয়া বন্ধ করুন –
অতিরিক্ত ভাজা পোড়া খাবার ত্বকের জন্য ক্ষতিকর। এরা শুধু পরিপাকেরই সমস্যা সৃষ্টি করেনা ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য ও নষ্ট করে।

2019/09/09

September 09, 2019

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান(সরাসরি সম্প্রচার)

কাল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানের দুশানবেতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলাটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। ম্যাচটি আফগানিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা-শঙ্কা থাকায় খেলাটি হচ্ছে তাজিকিস্তানে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে গ্রুপ ‘ই’তে খেলছে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়া গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।
এই গ্রুপে বাংলাদেশ বাদে বাকি দলগুলো ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। গুয়াহাটিতে ওমান ২-১ গোলে হারিয়েছে ভারতকে। দোহায় কাতারের বিপক্ষে আফগানিস্তান হেরেছে ৬-০ গোলে।
September 09, 2019

অভিনেত্রী নুসরাত ঢুকে পড়লেন পুরুষের টয়লেটে অতপরঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুচা। বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে!
হ্যাঁ, একথা কোনও গুজব কিংবা গসিপ নয়, বরং সত্যি সত্যিই নাকি এমন কাণ্ড করে ফেলেছিলেন নুসরাত।
জানা গেছে, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ড্রিমগার্ল ছবিতে দেখা যাবে নুসরাতকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।
নুসরাত জানান, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না ৷ টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি!
নুসরাতের কথায়, ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গেলাম কত বড় ভুলটা করে বসেছি।
তিনি বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতে, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা মনে পড়লে খুব হাসি পায়।
bangla news update