Stay Connected

Blog News

Instagram

2019/08/16

ঢাকার মিরপুরে ভয়াবহ আগুন

মিরপুরে ভয়াবহ আগুন
রাজধানী ঢাকার মিরপুরে একটি বস্তিতে আগুন লেগে অনেক ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-৭ নম্বরে রূপনগর থানার পেছনে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে বলে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান।
তিনি বলেন, ‘আগুনে অনেক ঘর পুড়ে গেছে, আরও জ্বলছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।’ বিডিনিউজ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ব্যাপকতা দেখে পরে আরও ইউনিট বাড়ানো হয়। এখন মোট ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
শাহাদাত হোসেন নামে একজন বস্তিবাসী জানান, ঝিলপাড় বস্তিতে সাত নম্বর, আট নম্বর ও আরামবাগ নামে তিনটি লাগোয়া বসতি রয়েছে। সেখানে এক হাজারেরও বেশি পরিবারের বসবাস। সন্ধ্যা ৭টার দিকে বস্তির মাঝামাঝি এলাকা থেকে আগুনের সূত্রপাত। আগুনে তার ঘরটিও পুড়ে গেছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী আসিফ মাহমুদ অভি জানান, ঈদের ছুটি থাকার কারণে বস্তির অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে অবস্থান করছেন বলে কয়েকজন তাকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘অধিকাংশ ঘর তালাবন্ধ থাকায় আগুনে সব কিছু পুড় ছাই হয়ে যাচ্ছে। আসবাব রক্ষার তৎপরতাও দেখা যাচ্ছে না।’
আগুনে হতাহতের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক গোলাম রাব্বানী বলেন, ‘এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে অনেক মানুষ বের হয়ে এসেছেন এবং পেছনের দিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা রয়েছে।
(bangla news update)

No comments:

Post a Comment