Stay Connected

Blog News

Instagram

2019/08/16

আসছে চ্যানেল আইতে নতুন ছবি "কালো মেঘের ভেলা"

কালো মেঘের ভেলা
চ্যানেল আইতে প্রচারিত হবে সদ্য মুক্তিপ্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র 'কালো মেঘের ভেলা'।
কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত কালো মেঘের ভেলা ছবিটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মা এবং তার ছোট ছেলে। 

মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে অভিনয় করেছে পিদিম থিয়েটারের আপন। কালো মেঘের ভেলা ছবিটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
কালো মেঘের ভেলা ছবিতে দেখা যাবে, দুখু নামের এক বালকের জীবন চিত্র। টোকাই দুখু স্টেশনে থাকে। বয়স নয়-দশ বছর। ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে তার জীবন চলে। কিন্তু এক যাত্রী ব্রিফকেস ও একটি বস্তা নিয়ে দুখুকে ডাকলে সে শুধু যাত্রীর ব্রিফকেসটিই বহন করে সামনে এগিয়ে চলে...। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া।

কালো মেঘের ভেলা ছবিটি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন।
(bangla news update)

No comments:

Post a Comment