Stay Connected

Blog News

Instagram

2020/12/19

December 19, 2020

YouTube apps download

 

Download
ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে ফটো ভিডিও , মুভি ভিডিও সহ যেকোনো ভিডিও তৈরি করে শেয়ার করার অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

2020/11/30

November 30, 2020

Bangla live TV download

 

Download now


আর নয় ঘরে বসে টিভি দেখা। টিভি এখন পকেটে। হ্যাঁঁ কথাটা সত্যি। ইন্টারনেটের জগতে মোবাইল দিয়ে টিভি দেখা অসম্ভব কিছু নয়। বর্তমানে কিছু অ্যাপ ডেভলপাররা টিভি চ্যানেল গুলোকে অ্যাপ্লিকেশনের মাধ্যমেে নিয়ে এসে টিভি দেখা আরো অনেক সহজ করে দিয়েছে। আজ আমি এমন একটি টিভি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যেখানে বাংলাদেশের সকল বাংলা চ্যানেল, ইন্ডিয়া়ান চ্যানেল এবং স্পোর্টস চ্যানেল ফ্রী দেখার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।.. ডাউনলোড লিংক

2020/10/09

October 09, 2020

নতুন ছন্দে পুরনো গান

পুরনো গানগুলো কে নতুন করে শুরু

কুমার বিশ্বজিৎ একের পর এক সুরেলা হিট দিয়ে তাঁর ভক্তদের মন জয় করেছেন। তিনি এখন তাঁর গানের সমৃদ্ধ পুস্তকে ডুবিয়ে নতুন প্রজন্মের জন্য পুরানো হিটগুলি নতুন করে করার সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি তাঁর গানের রচনাগুলি এবং স্টাইল পরিবর্তন করার জন্য এখানে কাজ করছেন, শিল্পী মনে করেন যে এই প্রচেষ্টাটি প্রচলিত করোনাভাইরাস মন্দা থেকে সংগীত অঙ্গনে উদ্ধার করতে সহায়তা করবে।

নতুন করে করার জন্য তিনি এখনও পর্যন্ত 48 টি গান নির্বাচন করেছেন। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


কুমারবিশ্বজিৎ তার এই প্রচেষ্টা সম্পর্কে বলেছিলেন, অনেকগুলি ভাল গান রয়েছে যেগুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

তাঁর জনপ্রিয় হিট এবং তার নিজের পছন্দগুলিও এই সংগ্রহে অন্তর্ভুক্ত করা হবে। এই গানগুলিকে নতুন করে সেট করা আমার শ্রোতাদের পুরনো সংখ্যার নতুন স্বাদ এনে দেবে।

কুমার বিশ্বজিৎ বলেছিলেন যে তিনি কয়েকটি কেরিয়ারের শুরুতে তিন দশক আগের তারিখটি বেছে নিচ্ছেন। তিনি যে ধরণের পরিবর্তন আনছেন সে সম্পর্কে গায়ক বলেন, আমি কয়েকটি গানের রচনা পরিবর্তন করব।কিছু আনপ্লাগ করা হবে। শব্দ মানের অনেক উন্নতি করা হবে। "রিমেক তালিকার কয়েকটি গানের মধ্যে রয়েছে - গোটোকাল ছিলো তোমার জন্মদিন, তুমি আনন্দ আশ্রম আমার মনে, দোষীয় জেমন মুখোশ পড়ে, এখন অনেক রাত, ও ডাক্তার, তুমি যদি বলো পদ্ম মেঘনা, পুতুলের মত করে সাজিয়ে, তুমি রোজ বিকেলে, নির্বাশনে যাবো না, চন্দনা গো, ইত্যাদি। কুমার বিশ্বজিৎ এই প্রকল্পে খুব বেশি সময় নিতে চান না। তিনি পাঁচটি গান চূড়ান্ত করতে চান এবং নতুন করে বানিয়ে গানগুলি প্রকাশ করতে চান। গানগুলি ডিসেম্বর থেকে অনলাইনে প্রকাশিত হবে এবং পর্যায়ক্রমে প্রকাশিত হতে থাকবে।

কুমার বিশ্বজিৎ সম্প্রতি 'মেঘলা ডিনার নিমন্ট্রন' নামে একটি নতুন গান রেকর্ড করেছিলেন, প্রায় দীর্ঘ সাত মাস পর স্টুডিওতে যাচ্ছেন। গানের লিরিক্স করেছেন তাজু কামরুল এবং সুর করেছেন আহমেদ হুমায়ূন। গানটি এই মাসে অনলাইনে প্রকাশিত হবে। গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।




2020/03/21

March 21, 2020

করোনা ভাইরাসের লক্ষণ ও করণীয়

করোনা ভাইরাস
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কী তা জানার আগে চলুন জেনে নিই এর লক্ষণগুলো কী কী-

১. সর্দি

২. কাশি

৩. জ্বর

৪. মাথা ব্যথা

৫. গলা ব্যথা

৬. মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া

৭. শিশু, বৃদ্ধ ও কম রোগ-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস।

এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিস্তার রোধই এর প্রতিরোধের উপায়। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তার রোধে কী করবেন-

১. মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া

২. হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা

৩. হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা

৪. ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা

৫. মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা

৬. বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা

৭. মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে


এছাড়া, লক্ষণ দেখা দিলে বাড়তি বিশ্রাম নিয়ে প্রচুর পানি পান করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এটি প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয়ার জন্য হটলাইন চালু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।নম্বরগুলো হলো- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। এসব নম্বরে ফোন করলে জানা যাবে করোনাভাইরাসের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ। পাশাপাশি, কোথাও ঝুঁকিপূর্ণ কাউকে দেখলেও হটলাইনে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে।

নিজে বাঁচুন , অন্যকে বাঁচার সুযোগ দিন।
March 21, 2020

নতুন ফেসবুক APK download

Facebook apk download
ফেসবুক কে না ব্যবহার করে। পৃথিবীতে প্রায় 90% লোক ফেসবুক ব্যবহার করে থাকে। কিন্তু এটি ব্যবহার করতে ইন্টারনেট এর প্রয়োজন হয়। পৃথিবীর কিছু কিছু দেশে ফ্রি ইন্টারনেট চালু থাকলেও বাংলাদেশে কিন্তু তা নেই। ফলে বাংলাদেশের লোক এমবি কিনে অথবা ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট চালায়।

আজ আমি এমন একটি ফেসবুকের সন্ধান দেব যেটি চালাতে এমবি কিনতে হয় ঠিকই কিন্তু এমবি খরচ হবে অনেক কম। শুধু তাই না এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি 2G স্পিডেও খুব ভালো চলে। অ্যাপ্লিকেশনটি আমি নিজে চালাচ্ছি। আপনারাও একটি ডাউনলোড করে চালাতে পারেন। এটি সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা নিচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। Download Facebook APK

2019/09/11

September 11, 2019

নিজ মেয়েকে দিয়ে দেহব্যবসা, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

মেয়েটি এখনও শিশু। মাত্র ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। আর এই বয়সে নিজের মা ও সৎ বাবার হীন উদ্দেশ্যের শিকার হয়েছে সে। তাকে দিয়ে দেহব্যবসা করিয়েছে।

একজন বা দুইজন নয়, অনেক পুরুষের শয্যাসঙ্গী হতে বাধ্য করা হয়েছে তাকে। ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অবুঝ শিশুটি। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠপট্টি এলাকায়।  
 
মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পরে ওই রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটা...read

2019/09/10

September 10, 2019

বাংলাদেশ দলে যুক্ত হয়েছে আর এক নতুন শক্তি মিশু। কে এই মিশু?

টেস্ট শেষ। আফগানিস্তানের কাছে লজ্জার এক হার বাংলাদেশের। তবে ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে তো হবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে। টেস্ট ভুলে তাই এখন টাইগারদের সব মনোযোগ আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে থাকছে আফগানিস্তানও। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর থেকে। যে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে সবচেয়ে বড় চমক ২০ বছর বয়সী পেসার ইয়াসিন আরাফাত মিশু। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া এই তরুণ ঘরোয়া ক্রিকেটে এসেছেন বেশিদিন হয়নি। এখন পর্যন্ত খেলেছেন ৭টি প্রথম শ্রেণির আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।
তবে কি দেখে তাকে বড় মঞ্চে তুলে আনতে চাইছেন নির্বাচকরা? কিছু একটা তো তারা দেখেছেনই! মিশু আসলে প্রথম নজরে আসেন গত বছর। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন, যা লিস্ট ‘এ’তে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
ওই এক ম্যাচই জীবন ঘুরিয়ে দিয়েছে মিশুর। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ডানহাতি এই পেসার তখন থেকেই নির্বাচকদের নজরে। অবশেষে ডাক পেলেন টি-টোয়েন্টিতে, অভিষেক হওয়ারও জোর সম্ভাবনা আছে।
মিশুর ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। পড়ালেখা ফাঁকি দিয়ে চলে যেতেন খেলার মাঠে। তার ক্রিকেটের প্রতি এমন আগ্রহ প্রথম চোখে পড়ে গৃহশিক্ষকের। তিনিই তার বাবা মাকে পরামর্শ দেন ছেলেকে বিকেএসপিতে পাঠানোর। পরবর্তীতে বিকেএসপিতে ভর্তি হন মিশু। সেখান থেকে ধীরে ধীরে উঠে আসা।
এবার কম বয়সেই তার অভিষেক হয়ে যেতে পারে জাতীয় দলে। পরের কাজটা কিন্তু করতে হবে মিশুকেই। দেখিয়ে দিতে হবে, হারিয়ে যেতে আসেননি। যাকে আদর্শ মানেন, সেই মাশরাফি বিন মর্তুজার মতোই বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দিতেই এসেছেন।
September 10, 2019

বিনা পয়সায় উজ্জল ত্বক ধরে রাখতে ৭টি টিপস্

উজ্জ্বল ত্বক পেতে মেয়েরা অনেক চেষ্টা করে থাকেন। যদিও এমন একটি ছোট অলস দল আছে যারা তাঁদের ত্বককে ভালো দেখানোর জন্য কোন কাজই করেনা। তবুও তারা নরম, কোমল ও উজ্জ্বল ত্বক আশা করে। আপনি কি এই দলটিতে আছেন? তাহলে আসুন আজ জেনে নিই অলস মেয়েদের উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সহজ কিছু টিপস।
১। প্রচুর পানি পান করুন –
পানি ত্বকের জন্য অনেক উপকারি। ত্বকের গঠন ভালো হওয়ার জন্য হাইড্রেটেড থাকা প্রয়োজন। তাই প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। ফলে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক নরম ও কোমল হবে।
২। নিয়মিত মুখ ধোন –
আপনি ঘরে বা বাহিরে যেখানেই থাকুন না কেন বাতাসের ধুলো-ময়লা ও জীবাণু আপনার ত্বকে লেগে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যাওয়া ছিদ্র গুলো আস্তে আস্তে ফেটে যায় যা অনেক কষ্টদায়ক হয়। এর ফলে মুখে বিশ্রী দাগ হতে পারে। দিনে অন্তত ৩ বার মুখ ধোয়া নিশ্চিত করুন। এছাড়াও মুখে পানির ঝাপটা দিন।
৩। কখনোই মেকআপ নিয়ে ঘুমাতে যাবেননা –
মেকআপ হাল্কা হোক বা ভারি তা না তুলে ঘুমাতে যাওয়ার অর্থ ত্বকের উপর অত্যাচার করা। আপনি হয়তো অলস তাই বলে এতটাই অলস হবেন না যে মেকআপ নিয়েই ঘুমিয়ে পরবেন।

৪। পর্যাপ্ত ঘুমান –
অলস মেয়েদের উজ্জ্বল ত্বকের জন্য একটি সহজ কাজ হচ্ছে যথেষ্ট পরিমানে ঘুমান। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীর নিজেই রিচার্জ হয়। একই জিনিষ ত্বকের ক্ষেত্রেও ঘটে।
৫। দুপুরের রোদ থেকে দূরে থাকুন –
যতটুকো সম্ভব হয় দুপুরের রোদে বাহির হবেন না। যদি যেতেই হয় তাহলে স্কার্ফ বা হ্যাট পরে বাহিরে যান যাতে সূর্যের আলো ত্বকের কোন ক্ষতি করতে না পারে।
৬। তাজা জিনিষ খান –
আপনি যা খান তার প্রভাব পড়ে ত্বকে। প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি এবং রান্না করা খাবার খেলে ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় হয়।
৭। ভাজা পোড়া খাওয়া বন্ধ করুন –
অতিরিক্ত ভাজা পোড়া খাবার ত্বকের জন্য ক্ষতিকর। এরা শুধু পরিপাকেরই সমস্যা সৃষ্টি করেনা ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য ও নষ্ট করে।

2019/09/09

September 09, 2019

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান(সরাসরি সম্প্রচার)

কাল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানের দুশানবেতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলাটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। ম্যাচটি আফগানিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা-শঙ্কা থাকায় খেলাটি হচ্ছে তাজিকিস্তানে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে গ্রুপ ‘ই’তে খেলছে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়া গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।
এই গ্রুপে বাংলাদেশ বাদে বাকি দলগুলো ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। গুয়াহাটিতে ওমান ২-১ গোলে হারিয়েছে ভারতকে। দোহায় কাতারের বিপক্ষে আফগানিস্তান হেরেছে ৬-০ গোলে।
September 09, 2019

অভিনেত্রী নুসরাত ঢুকে পড়লেন পুরুষের টয়লেটে অতপরঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুচা। বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে!
হ্যাঁ, একথা কোনও গুজব কিংবা গসিপ নয়, বরং সত্যি সত্যিই নাকি এমন কাণ্ড করে ফেলেছিলেন নুসরাত।
জানা গেছে, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ড্রিমগার্ল ছবিতে দেখা যাবে নুসরাতকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।
নুসরাত জানান, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না ৷ টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি!
নুসরাতের কথায়, ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গেলাম কত বড় ভুলটা করে বসেছি।
তিনি বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতে, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা মনে পড়লে খুব হাসি পায়।
bangla news update

2019/09/07

September 07, 2019

জেনে নিন স্ত্রীকে খুশি রাখার ৭টি কৌশল

প্রত্যেক মানুষের সংসার জীবনে সুখী হওয়া খুব জরুরি। কারণ সারা দিন কাজ করে ঘরে ফেরার পরে যদি শান্তি পাওয়া না যায় তবে কিন্তু বিপদ। তাই ঘরের শান্তির কথাও মাথায় রাখতে হবে। আর ঘরে শান্তি চাইলে আপনার স্ত্রীর মন জয় করতে হবে।
পরিবারের কর্তা হিসেবে স্ত্রী ও সন্তানদের সুখী রাখার দায়িত্ব স্বামীর। সংসারের সবার বিষয়ে তার খোঁজ রাখতে হবে।
বেশির ভাগ নারীরাই সারা দিন বাড়ির অধিকাংশ কাজ করেন। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকেও সমান গুরুত্ব দিতে। স্ত্রী কোনো বিষয়ে মন খারাপ করে এমন কোনো কিছুই করা যাবে না।
আসুন জেনে নেই স্ত্রীর মেজাজ বশে রাখার ৭ কৌশল:-...read more

2019/09/05

September 05, 2019

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না

২০২১ সাল থেকে নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। ক্লাস পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন এ কথা জানান।
আগামী বছর থেকে প্রথম পর্যায়ে দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের যাতে বইয়ের বোঝা না থাকে সেটি স্থানীয়ভাবে প্রশাসন দেখবে। আমরা সেটি বাস্তবায়ন করব।
অভিভাবকরা শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে চায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীদের প্রাথমিক থেকে কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রাথমিকে ভালো শিক্ষার ব্যবস্থা করতে কাজ করছি। একদিন প্রাথমিক শিক্ষা সবচেয়ে ভালো মানের হবে।
bangla news update

2019/09/04

September 04, 2019

জেনে নিন স্ত্রীকে খুশি রাখার ৭টি কৌশল

প্রত্যেক মানুষের সংসার জীবনে সুখী হওয়া খুব জরুরি। কারণ সারা দিন কাজ করে ঘরে ফেরার পরে যদি শান্তি পাওয়া না যায় তবে কিন্তু বিপদ। তাই ঘরের শান্তির কথাও মাথায় রাখতে হবে। আর ঘরে শান্তি চাইলে আপনার স্ত্রীর মন জয় করতে হবে।
পরিবারের কর্তা হিসেবে স্ত্রী ও সন্তানদের সুখী রাখার দায়িত্ব স্বামীর। সংসারের সবার বিষয়ে তার খোঁজ রাখতে হবে।
বেশির ভাগ নারীরাই সারা দিন বাড়ির অধিকাংশ কাজ করেন। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকেও সমান গুরুত্ব দিতে। স্ত্রী কোনো বিষয়ে মন খারাপ করে এমন কোনো কিছুই করা যাবে না।
আসুন জেনে নেই স্ত্রীর মেজাজ বশে রাখার ৭ কৌশল।
১. সংসারের বিষয়ে কোনো কথা থাকলে তা মন দিয়ে শুনুন। পারলে প্রশংসাও করুন।
২. কোনো মানুষ মিথ্যা বলা একবারে সহ্য করতে পারে না।তাই মিথ্যা বলবেন না।
৩. নারীরা কখনওই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।
৪. স্ত্রীকে কখনই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে তারা মনে কষ্ট পেতে পারেন।
৫. স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্বদিন।
৬. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারা দিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।
৭. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
September 04, 2019

মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সড়ক-মহাসড়কে নির্মিত সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে। এবার জাতীয় মহাসড়ক ব্যবহার করলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টোল দিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা...read

2019/09/03

September 03, 2019

৫৫ বছর বয়সী নারীর হাতে জন্মনিরোধক তুলে দিয়ে বিপদে ডাক্তার

পেট ব্যথা নিয়ে ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব-ডিভিশনাল
হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন এক নারী।
তার অভিযোগ, ব্যবস্থাপত্রে চিকিৎসক লিখে দিয়েছেন কনডম।তবে অভিযুক্ত চিকিৎসক বলেছেন ভিন্ন কথা। তার দাবি, তাকে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে। ঘটনাটি ঘটে জুলাই মাসে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৫৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ঘরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঘাটশিলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. আসরফ বদর ওষুধের বদলে তাকে ব্যবস্থাপত্রে লিখে দেন কনডম। চিকিৎসকের এই পরামর্শের কথা বিস্তারিত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ভারতের পূর্ব সিংভূমের সিভিল সার্জন ড. মহেশ্বর প্রসাদ জানান, এই ঘটনার কথা রাজ্য স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে। তাকে (চিকিৎসক) জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
সিংভূম (পূর্ব) ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্ল জানান, অভিযুক্ত চিকিৎসক অভিযোগ অস্বীকার করলেও, তার বিরুদ্ধে হেনস্থার এমন অনেক অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি নাকি মৃতদেহের ময়নাতদন্ত ঠিক মতো করেন না। এমনকি রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সব কিছু খতিয়ে দেখেই ডাক্তারকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধ আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। তার দাবি, এমন কোনো ব্যবস্থাপত্র তিনি লিখেননি। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্তৃপক্ষ টাকা নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
bangla news update
September 03, 2019

৫৫ বছর বয়সী নারীর হাতে জন্মনিরোধক তুলে দিয়ে বিপদে ডাক্তার

http://destyy.com/w394HP
পেট ব্যথা নিয়ে ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব-ডিভিশনাল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন এক নারী।
তার অভিযোগ, ব্যবস্থাপত্রে চিকিৎসক লিখে দিয়েছেন কনডম।তবে অভিযুক্ত চিকিৎসক বলেছেন ভিন্ন কথা। তার দাবি, এদিকে ডাক্তার....read
September 03, 2019

'বিতর্কিত বক্তা' তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ

উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন।
গণমাধ্যমকে মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, তাহেরীর বিরুদ্ধে....read
September 03, 2019

লঞ্চ থেকে ফেলে দেওয়া মৃত ব্যক্তি কিভাবে জীবিত ফিরে আসলো

http://destyy.com/w39Wf2
‘রাত আটটায় লঞ্চ ছাড়ে। আবু সাঈদ রাত সাড়ে ১২টায় ঘুম থেকে জেগে ওঠে। বলে, প্রস্রাব করতে যাবে। সাইফুল আর আমি তাকে নিয়ে আসি নিচতলায়। এরপর ওকে লঞ্চের পেছনে নিয়ে যাই। এমতাবস্থায় আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে....continue

2019/09/02

September 02, 2019

মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা চেয়ে না পাওয়ায় মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে সোহানুর রহমান খোকন (২৯)। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মাদকাসক্ত ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। 
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার আবদুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সোহানুর রহমান খোকন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে মা-বাবার কাছ থেকে প্রতিদিন মাদক কেনার জন্য টাকা নেয়। এরই ধারাবাহিকতায় রোববার মা-বাবার কাছে মাদক দ্রব্য কেনার টাকা দাবি করে সোহানুর। কিন্ত মা-বাবা টাকা দিতে অস্বীকার করে। এতে মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তাদের মারপিট করতে শুরু করে। এ সময় ছেলের ভয়ে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তখন মা খুকি বেগমকে (৬৫) ধরে নিয়ে ঘরের ভেতর খাটের সঙ্গে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সোহানুর। আগুনে খুকি বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়। এ সময় খুকি বেগমের চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে সোহানুরকে আটক করে গণধোলাই দেয় এবং তার মাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মাদক দ্রব্য কেনার টাকা না পেয়ে খুকি বেগমের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তার ছেলে সোহানুর। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ খুকি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মারধরে আহত সোহানুর রহমানকে আটক করে চিকিৎসার পর থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
bangla news update

2019/09/01

September 01, 2019

চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধীরা

চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর অপরাধীরা। একের পর এক খুন, মাদক চোরাচালান, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ছে তারা। কিশোর অপরাধের সর্বশেষ বলি কলেজছাত্র জাকির হোসেন জনি (১৮)।

এ ছাড়া গত ৮ মাসে চট্টগ্রামে কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছেন আরো ৬ জন। গত দেড় বছরে কিশোর অপরাধের কারণে নগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে কমপক্ষে ২৫টি।

সিএমপির তথ্য মতে, পারিবারিক অনুশাসনের অভাবে খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি, ফেসবুক-মোবাইল, প্রেম, চুরি-ছিনতাইসহ নানা ইস্যুতে সামান্য মতানৈক্য হলেই এদের মাথায় খুন চাপে।

আবার মাদক বিক্রেতা থেকে শুরু করে রাজনীতীবিদ পর্যন্ত অনেকেই নিজেদের স্বার্থে কিশোরদের অপরাধ জগতে টানছে। ফলে এই কিশোররা পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

যারা শুধু পাড়া-পড়শি নয়, নিজের পরিবারের জন্যও মারাত্মক বিপজ্জনক হয়ে উঠছে।

সূত্র মতে, ২০১৮ সালের ১৬ই জানুয়ারি চট্টগ্রাম নগরীর জামালখানে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসপারকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনার পর নগর দাপিয়ে বেড়ানো কিশোর অপরাধীদের নিয়ে নড়েচড়ে বসেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ সময় পাড়ায়-পাড়ায় সক্রিয় কিশোর গ্যাংয়ের তালিকাও করা হয়েছিল। কিশোরদের আড্ডায় নিয়মিত হানা দিয়েছিল পুলিশ। এতে সড়কের জনবহুল আস্তানা থেকে কিশোররা গা ঢাকা দেয় অলিগলির মোড়ে। কিন্তু এরপর কিশোর অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কার্যক্রম কার্যত থেমে গেছে।
ফলে চট্টগ্রাম নগরীর পাড়ায়-পাড়ায় আবারো মাথাচাড়া দিয়ে উঠছে কিশোর অপরাধ। কিশোররা গ্যাং গঠন করে মাদক ব্যবসাসহ নানা অপরাধে যুক্ত হচ্ছে। এমনকি নগরীর সরকারি-বেসরকারি স্কুল কলেজগুলোতেও সক্রিয় রয়েছে এই কিশোর গ্যাং।

পুলিশের তথ্যমতে, নগরীতে অন্তত ৩শ’ কিশোর গ্যাং চিহ্নিত হয়েছে। যারা আবারো সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় চট্টগ্রাম নগরীতে কিশোর অপরাধীদের সন্ধানে নেমেছে র‌্যাব। পাশাপাশি কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে পুলিশও।

কিশোর অপরাধের সর্বশেষ বলি জাকির হোসেন জনি (১৮)। ২৬শে আগস্ট সোমবার দুপুরে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কে ওমরগণি এমইএস কলেজের ফটকের অদূরে ইক্যুইটি ভবনের সামনে ছুরিকাঘাতে খুন হয় জনি। এ খুনের নেপথ্যে বেসরকারি ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের তথ্য পেয়েছে পুলিশ।

এছাড়া গত ২২শে আগস্ট বড়ভাইয়ের ছত্রছায়ায় চুরি করা ৩ কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় এক বড় ভাইয়ের ছত্রছায়ায় চুরি করেন তারা। চুরির পর এসব মালামাল জমা দেয়া হয় ওই বড়ভাইকে। শুধু তারাই নয়, কৈশোর পার হওয়া একদল তরুণকে দিয়ে শহরজুড়ে এই চুরির কাজ করান কথিত বড়ভাই। নিয়মিত চুরি করার কথা স্বীকার করে ও চুরির কৌশল তুলে ধরে ২১শে আগস্ট বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক কিশোররা।
তারা জবানবন্দিতে বলে, বগারবিলের এক বড় ভাইয়ের আশ্রয়ে গত ৩-৪ বছর ধরে চুরি করে আসছে তারা। যা পাওয়া যেতো সব কিছুই বড়ভাইকে জমা দেয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়া হতো তাদের।
এর আগে ১৬ই আগস্ট বৃহসপতিবার গভীর রাতে নগরীর আগ্রাবাদ মৌলভীবাজার তিন রাস্তার মোড় থেকে মেয়ে ঘটিত বিষয় নিয়ে মারামারির অভিযোগে সোহাগ গ্রুপের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, এলাকায় তারা সোহাগ গ্রুপ নামে পরিচিত। তারা নগরের আওয়ামী লীগের এক শীর্ষপর্যায়ের নেতার অনুসারী হিসেবে এলাকায় নিজেদের প্রচার করে। তারা রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশে অংশ নেয় বলেও জানায় পুলিশ।

গত ১৮ই জুলাই গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় একটি কিশোর গ্যাংয়ের মধ্যে অন্তদ্বন্দ্বের জেরে খুন হয়েছে এক তরুণ। পুলিশ জানিয়েছে, এই কিশোর গ্যাং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। খুন হওয়া সদ্য কৈশোর পার করা তরুণসহ গ্যাংয়ের সব সদস্যই বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।
গত তিন মাসে এই ধরনের আরো বেশ কয়েকটি ঘটনার পর চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাং কালচার আবারো আলোচনায় আসছে।

পুলিশের সূত্র অনুযায়ী, ২০১৮ সালে আদনান ইসপার হত্যার পর নগর পুলিশ অপরাধচক্রে জড়িত কিশোর এবং অপরাধপ্রবণ এলাকার তালিকা করেছিল। তালিকায় প্রায় ৫৫০ জন কিশোরের নাম এসেছিল। অপরাধপ্রবণ স্পট, যেখানে নিয়মিত আড্ডা বসে, এই ধরনের স্পটের নাম এসেছিল প্রায় ৩শ’। সন্ধ্যার পর বিভিন্ন সপটে আড্ডারত কিশোর-তরুণ দেখলে আটকের কথাও ঘোষণা দেয়া হয়েছিল নগর পুলিশের পক্ষ থেকে।

এসব কিশোরদের রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য নগরীর লালখানবাজার, চকবাজার, নন্দনকানন, সিআরবি, বিশ্বকলোনি, বহদ্দারহাট, পলিটেকনিক এলাকার কয়েকজন আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতার নাম পেয়েছিল পুলিশ। কিশোর-তরুণ অপরাধীদের যারা নিয়ন্ত্রক, তাদের প্রভাব অনেক বেশি। এর ফলে কিশোরদের অপরাধ দমনের বিষয়টি দিন দিন বেড়েই চলছে।

পুলিশ সূত্রমতে, কোচিংভিত্তিক, রাজনৈতিক, স্কুল-কলেজভিত্তিক, চাকরিজীবী এই ধরনের অন্তত ১৫টি ক্যাটাগরির আড্ডার স্থান নির্ধারণ করা হয়েছিল। তালিকা তৈরির পর কয়েকমাস সপটগুলো নিয়মিত পুলিশের নজরদারিতে ছিল। কিন্তু এখন সেই আড্ডাস্থলগুলো আবারো সরব কিশোর-তরুণদের আনাগোনায়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন, কিশোর অপরাধী এবং অপরাধপ্রবণ স্পটগুলোর তালিকা আমাদের কাছে আছে। সেই তালিকা ধরে আমরা নিয়মিত অভিযান চালাই। বিশেষ করে সন্ধ্যার পর যেসব স্পটে কিশোর-তরুণরা নিয়মিত আড্ডা দেয়, সেই স্পটগুলো আমাদের নজরদারিতে আছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে আমরা কিশোর অপরাধী চক্রের তালিকা করতে শুরু করেছি। মূলত নগরীর যেসব স্পটে কিশোর-তরুণদের আনাগোনা বেশি থাকে এবং অপরাধ সংঘটিত হয়, সেসব স্পটকে আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করছি। নগরীর ১৬ থানা এবং জেলার ১৬ থানা এলাকা থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

bangla news update